
পূর্ণ প্রদীপ জ্বালো

মৃন্ময় মণ্ডল

আমি যখন সবকিছু গুছিয়ে নিয়ে
ঘর বেঁধে উনুন খুঁড়ে তোমাকে ডাকলাম
তুমি তখন উদাসীন উর্দ্ধাকাশে বিলীন
বললে তুমি, ‘আমার কাছে ঘর অর্থ পরাধীন।’
সেই থেকে তুমি আমি ঘরহীন। জীবন যাপন
ব্যাখ্যাহীন। সুখে-দুখে সারাদিন আশা-নিরাশার রৌদ্রখরা
দুখের মধ্যে সুখ খুঁঁজে রৌদ্রজলে ভিজে থাকি।
অনেক দূরে কোথায় তুমি গেলে চলে?
ঠিক-ঠিকানা বাড়িগাড়ি ভীষণ রকম
স্বপ্নসাধ ভেঙে ফেললে চুরমার। তোমার
দস্যিপনা চিরজানা– তাই বলে এমন ভাঙা!
ভাঙলে যদি ভেঙেই যাও- যাও যাও যাও
চাঁদে চড়ে আকাশ থেকে কেনো নামো?
কেনো বসো মুখের পাশে? আমি তখন
ছোট্ট নদী খোয়াই তীরে খোলস ভেঙে
রবীন্দ্রনাথ দাঁড়িয়ে থাকি। তোমার নিরব
প্রবেশ শীর্ণ নদীর কাদাজলে খুঁজে
ফেরে একজন রবীন্দ্রনাথ যিনি দাঁড়িয়ে
আছেন তোমার পাশেই সমুজ্জ্বল।
শুধু তুমিই দেখনা- দেখতে পাওনা
তোমার চোখ বলে, ‘এতো চির বঞ্চনা।’

লেখকের আরও লেখা
রেখ হৃদয়ে বাংলাদেশ : মৃন্ময় মণ্ডল


মৃন্ময় মণ্ডল
কবি, প্রাবন্ধিক, অনুবাদক, শিক্ষক
প্রকাশিত কবিতার বই
ইন্দুলেখা আগুনের ফুলকি হবে
This recommendation is not because being vaccinated is unsafe, but rather because known side effects of the vaccine may impact intraoperative and post- surgical monitoring enclomiphene vs clomiphene 8 years at tamoxifen discontinuation with 4