তিন . কবিতা

ঝিলম ত্রিবেদী

এমন একরকম
আর পাঁচটা সাধারণ সংসারের মতই…
ভিজে কাপড় তুলে নিয়ে
ছাদ থেকে ফিরে এলে দুপুরের চোখ
কেউ আজও হয়ে ওঠে পুরোনো নিমগাছ
ছায়া হয়
স্নেহ হয়
ভাত বাড়ে সমুদ্রে পুড়ে যাওয়া হাত!
এখানে এসেছে তারা নতুন
পশ্চিমের জানলা খোলে না
আয়নায় শুয়ে থাকে সারারাত রাত্তিরের লোক
ভাবে—
‘যুদ্ধবিরতি
কেউ ঘোষণা করেছে কি?’
আজ আমি আরও একবার
খেলতে ডাকব তাকে
যে নতুন এসেছে এ পাড়ায়
আর পাঁচটা সাধারণ সন্তাপের মতোই
আজ যেন তার শুধু তার
পশ্চিমের দুঃখ খুলে যায়…
তারা
আর যদি তারা এসে বসে?
চুপ করে বসে থাকে
চুড়ি ঘাঁটে
বিস্কুট খায়
রাতের তারার মতো শুয়ে থাকে মৃদু বিছানায়
আমি তবে উত্তর হব
শীত হয়ে আসব শরীরে
ঘামের দানার থেকে চুরি করে খিচুড়ি ইশকুল
বলব তাদের কানে কানে–
‘আবার আসিস কাল
আসিস দু’টিতে
ভাই বোনে…
জন্ম
জ্যোৎস্নায় দাঁড়িয়ে আমরা
ভরা পৌষের নিঃশব্দ রাত
কী অনন্ত বিষাদ রেখে যায়…..
কথা শেষ হয়
তার রেশ থেকে যায়
আজীবন বুকের মাঝখানে
অসফল প্রত্যয় নিয়ে হাতে হাত রাখি—
বলো
ভালোবাসতে শিখেছিলে যেদিন
সেদিন কি জেনেছিলে
মৃত্যুর পর আমি গান হয়ে যাব!


ঝিলম ত্রিবেদী
জন্ম- ১৯৮৪, ডিসেম্বর মাস। দর্শন নিয়ে পড়াশোনা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।
লেখায় প্রবেশ ২৮ বছর বয়সে।
অনুভূতির গভীরে তাঁর লেখার শিকড়। তাঁর কবিতার প্রতিটি চরণ, আমাদের আয়নার সামনে দাঁড় করায়। বিষয়-বৈচিত্র্যে, ভাষার প্রয়োগে, শব্দের ব্যবহারে ঋদ্ধ তাঁর লেখা পাঠ, এক অনন্য অভিজ্ঞতা। বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখেন
প্রকাশিত কবিতার বই
নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা : পত্রলেখা, কোলকাতা : ২০১৫
বৃষ্টি পড়া বাড়ি : প্রতিভাস প্রকাশনা, কোলকাতা : ২০২০

লিখে যাবেন নিরন্তর– প্রত্যাশা তার, তার শুভার্থীদেরও

কবির আরও কবিতা