ম্যানগ্রোভ সাহিত্য নির্বাচিত চিরায়ত সাহিত্য

শিশু-কিশোর গল্প
ভগবানের টাঁকশাল : শিবনাথ শাস্ত্রী


শিক্ষাবিদ, সমাজসংস্কারক, দার্শনিক, লেখক, অনুবাদক, ঐতিহাসিক শিবনাথ শাস্ত্রীর জন্ম ৩১ জানুয়ারি ১৮৪৭ ; এবং মৃত্যু ৩০ সেপ্টেম্বর, ১৯১৯। সমাজ-সংস্কারক হিসেবে তাঁর প্রভাব শতাব্দি অতিক্রান্ত হয়েছে। বিরাট ব্যক্তিত্বের অধিকারী এই জনহিতৈষী বয়স্কশিক্ষা, নারী শিক্ষা, শিশু শিক্ষা বিস্তার, নারী-মুক্তি আন্দোলন জোরদার এবং বাল্যবিবাহ রহিতকরণে ব্যাপক ত্যাগ স্বীকার করেন। যুবকদের অবক্ষয় দূরীকরণে, বিশেষ করে মদের বিরুদ্ধে রীতিমত যুদ্ধ করে তিনি যুবকদের সংগঠিত করেছিলেন। এ জন্য তিনি “মদ না গরল” নামে একটি মাসিক পত্রিকাও বের করতেন। ধর্মান্ধ ও পৌত্তিলকতার বিরুদ্ধে লড়েছেন আজীবন। ব্রাহ্মসমাজের প্রথম কিশোর পত্রিকা ‘সখা’ তাঁর হাতেই প্রতিষ্ঠা পায়। তাঁর সম্পাদনায় প্রকাশিত ‘মুকুল’ পত্রিকা তো ইতিহাস। তাঁর রচিত “আত্মচরিত’’ এবং “রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ” গবেষণামূলক আকরগ্রন্থ। এ দেশিয় সমাজ-বির্তনের ধারা বোঝার জন্য তাঁর ওই দুটো গ্রন্থ অবশ্য-পাঠ্য।


ভগবানের টাঁকশাল
শিবনাথ শাস্ত্রী
এক গরীব ব্রাহ্মণ ছিল। সে তাহার নিজ গ্রামের এক শিব-মন্দিরে পূজারি ব্রাহ্মণের কাজ করিত। ইহাতে সে দৈনিক যে কয়টি ভিজা আলাে চাল পাইত, তাহাতেই কোন প্রকারে তাহার দিন চলিয়া যাইত। ব্রাহ্মণের একটি অতি ‘ভালমানুষ’ ব্রাহ্মণী ছিল। সে স্বামীর এত কষ্টের সংসারেও সর্বদা হাসিমুখে দিন কাটাইত। ব্রাহ্মণ যখন শিব-পূজায় বাহির হইত, সেই সময় ব্রাহ্মণী সংসারের কতকগুলি কাজ সারিয়া পাড়ার পাঁচজনের গােয়াল হইতে গােবর কুড়াইয়া আনিত ; তার পর, ব্রাহ্মণ পূজা হইতে ফিরিয়া আসিলে, স্বামীকে ভােজন করাইয়া, সেই গােবরের ঝুড়ি লইয়া তাহার কুঁড়ে ঘরের দেওয়ালের চারিদিকে ঘুঁটে দিত। শেষে অনেক বেলায় নিজে দুটি খাইতে বসিত।
ব্রাহ্মণ এত গরীব হইয়াও কখনও অর্থের জন্য আক্ষেপ করিত না। সে বলিত, “দিন ত এক রকমে কেটে যাচ্ছে, তবে আমার টাকার কি দরকার? আমি বেশ মনের সুখে আছি !” গ্রামের সকলে ব্রাহ্মণকে শিরােমণি-ঠাকুর বলিয়া ডাকিত। আর তাহার স্ত্রীকে শিরোমণি-বউ বলিত। ব্রাহ্মণ যে যথার্থ ই কোন টোলে অথবা সংস্কৃত কলেজে পড়িয়া এই উপাধি লাভ করিয়াছিল, তাহা নহে; বােধ হয়, ব্ৰাহ্মণের বংশের কোন ব্যক্তির অদৃষ্টে এই উপাধি লাভ ঘটিয়াছিল, তাই উহারা শিরােমণি-বংশ বলিয়া প্রসিদ্ধ ; এবং পর্যায়ক্রমে সকলে বিনা আপত্তিতে উহা ভােগ করিয়া আসিতেছিল !
আহারাদির পর শিরােমণি-ঠাকুর বেশ অনেকক্ষণ ঘুমাইত! তারপর, বৈকালে চণ্ডীমণ্ডপের দাওয়ায় একটি ছােট মাদুর বিছাইয়া কৃত্তিবাসী রামায়ণের যেখানে রামের অশ্বমেধ-যজ্ঞের বৃত্তান্তটা লিখিত আছে, সেই খানটা সুর করিয়া পড়িত। সেই সময় তাহার কিছুদূরে বসিয়া রামা চাষা, দানু গােয়ালা, পরাণে তাঁতি প্রভৃতি কতকগুলি নিরক্ষর নিরীহ ধর্মভীরু প্রতিবাসী তদগতচিত্তে উহা শুনিত; এবং শিরোমণি-ঠাকুর যখন উহার ব্যাখ্যা করিবার সময় বলিত যে, আজকাল আর সে রাম-রাজত্বও নাই, আর সে যজ্ঞের ঘটা এবং ভূরিভােজনের ব্যাপারটাও একেবারে উঠিয়া গিয়াছে, এখন ব্রাহ্মণের মৰ্যাদা কেহই রাখে না, সকলেই অনাচারী-অপব্যয়ী; তখন সেই শ্ৰোতৃ মণ্ডলী সমস্বরে বলিত, “ঠাকুর, ঠিক বলেছ। এখন সব ব্যাটাই অনাহারী— সকলেই অল্প-আয়ী।”
সন্ধ্যার পর শিরোমণি-ঠাকুর পুনরায় শিব-মন্দিরে ঠাকুরের শীতল আরাত দিতে যাইত এবং আসিবার কালে একঘটি দুধ ও খানকতক বাতাসা লইয়া ঘরে ফিরিত।
ঘটনাক্রমে একদিন সকালে যখন শিরােমণি-ঠাকুর শিবের পূজা করিতে বসিয়াছে, সেই সময় শিবের স্ত্রী দুর্গাদেবী সেই মন্দিরে আসিয়া উপস্থিত হইলেন ! শিরােমণি ঠাকুর যতক্ষণ পূজা করিতে লাগিল, দুর্গা ততক্ষণ মন্দিরের একধারে বসিয়া তাহা দেখিতে লাগিলেন। তার পর পূজা শেষ করিয়া ব্রাহ্মণ নিয়মিত মন্দিরের দরজায় শিকল দিয়া প্রস্থান করিল।
পূজারি চলিয়া গেলে, দুর্গা শিবকে বলিলেন, “ঠাকুর, লােকে তােমার ‘শিব’ নাম রেখে বড়ই অন্যায় করেছে। শিব অর্থে শুভ; কিন্তু তুমি তোমার নামের মাহাত্ম কিছুই রাখছো না!”
শিব বলিলেন, “দুর্গা, আজ তুমি এমন কথা বলছ কেন? আমি এমন কি কাজ করেছি, যাতে আমার এই সাধের ‘শিব’ নামের মাহাত্ম্য নষ্ট হয়েছে ?”
দুর্গাঃ ঠাকুর, তার দৃষ্টান্তের অভাব কি ? এই দেখ, তােমার এই পূজারি ব্রাহ্মণ প্রত্যহ দু’টি বেলা ভক্তিভরে তােমার পূজা-অর্চনা যথানিয়মে করে আসছে, অথচ ওর মত গরীব বুঝি আর দুটি নেই! যে তােমার এমন ভক্ত, সে যদি দুবেলা পেট ভরে খেতে না পেলে, তবে তােমাকে কোন হিসাবে ‘শিব’ ‘শিব’ বলে ডাকবে?
শিবঃ দেবি, এইজন্যে আমার ‘শিব’ নামে তুমি কলঙ্ক দিচ্ছ! কিন্তু দেখ এতে আমার কোন দোষ নেই। ব্রাহ্মণের অদৃষ্টে এতদিন দুঃখের ভােগ ছিল, কাজেই ওকে ভিজে আলো চাল খেয়ে দিন কাটাতে হয়েছে । এখন ওর অদৃষ্ট, সুপ্রসন্ন, সুতরাং আর ওকে কষ্টে সংসার চালাতে হবে না।
ইহা শুনিয়া দুর্গা হাসিতে হাসিতে বলিলেন, “বটে! ভাগ্যিস, আজ আমি এই সময় এখানে এসে পড়েছিলাম তাই ত বামুনের বরাৎটা ফিরে গেল! তা যা হােক, তুমি আর দেরী করতে পারবে না, কালই ওকে কিছু পাইয়ে দাও।”
শিব বলিলেন, “আচ্ছা, তাই হবে। কালই ব্রাহ্মণকে সাত হাজার টাকা দেওয়াবো।”
মন্দিরের মধ্যে শিব-দুর্গার যখন এইরূপ কথাবার্তা চলিতেছিল, সেই সময় এক ব্যক্তি বিশ্রাম করিবার জন্য মন্দিরের রোয়াকে আসিয়া বসিয়াছিল! সে একে একে শিব-দুর্গার সমস্ত কথাগুলি শুনিল। লােকটা শিরােমণি-ঠাকুরকে বেশ চিনিত। পূজ্ঞারি ব্রাহ্মণের অদৃষ্টে একেবারে এতগুলি টাকা জমা রহিয়াছে শুনিয়া, সে হিংসায় ছটফট করিতে করিতে তৎক্ষণাৎ শিরােমণির বাড়ীর দিকে ছুটিল।
এ ব্যক্তি একজন বিখ্যাত সুদখাের মহাজন, নাম গগন দাস। গগন শিরােমণি ঠাকুরের বাড়ী গিয়া দেখিল, ব্রাহ্মণ পুইগাছের মাচা বাঁধিতেছে। গগন ব্রাহ্মণকে ডাকিল। শিরোমণি-ঠাকুর মহাজন গগনকে তাহার কুঁড়ে ঘরের দরজায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া শিহরিয়া উঠিল। সে জড়িতস্বরে বলিল, “বড়বাবুর কি কিছু পুঁই ডাটার আবশ্যক হয়েছে? তা নেন না-কতটি চাই ?”
গগন হাসিয়া বলিল, “না শিরোমণি-ঠাকুর, পুঁইশাকে দরকার নেই। আপনাকে আজ একটা কথা বলতে এসেছি।”
শিরােমণিঃ তা বলুন না, কথাটা বলে ফেলুন। কিছু পেসাদ চাই কি?
গগনঃ হাঁ, অনেকটা তাই বটে! কিন্তু সেটা এখানে বলতে পারবো না। আপনাকে একবার চণ্ডীমণ্ডপে আসতে হবে।
শিরােমণি-ঠাকুর তৎক্ষণাৎ গগনের সহিত চণ্ডীমণ্ডপে গমন করিল। তখন গগন বলিল, “ঠাকুর, আমি তােমাকে আজ এই তিন হাজার টাকা দিচ্ছি, তার বদলে কাল সমস্ত দিনরাতের মধ্যে তোমার যা কিছু আয় হবে, তা আমাকে দিতে হবে। কেমন এতে রাজী আছ কিনা, বল ?”
শিরােমণি-ঠাকুর গগনের কথা শুনিয়া ফ্যা ফ্যা করিয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল। তার পর গগন পুনরায় প্রশ্ন করাতে, ব্রাহ্মণ বলিল, “বলেন কি বড় বাবু। টাকার গরমে কি আপনার মাথাটাও তেতে উঠেছে ? আমায় তিন হাজার টাকা দিয়ে, আমার কালকের সকালের তিন পাে আলাে চাল এবং রাত্রের আধসের, দুধ, আর খান আষ্টেক বাতাসার বোঝা নিয়ে আপনি কি করবেন ? সে গুলাের যে আট আনাও দাম হবে না। আপনি আজ তামাসা করেন, না কি?”
গগন গোঁফে তা দিতে দিতে বলিল, “না ঠাকুর, তামাসা নয়। আমি সত্যিই তােমার কাছে এই প্রস্তাব করবার জন্যে, এই দেখ, টকা পৰ্য্যন্ত নিয়ে এসেছি। এখন কি বল, রাজী আছ ত? তা হলে এই থলেশুদ্ধ টাকা নেও; এতে পুরােপুরি তিন হাজার আছে।
শিরোমণি-ঠাকুর দুইবার টিকি টানিয়া, তার পর মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, “আমার আর রাজী-গররাজী কি ? এখন আপনার যদি এমন খেয়ালই হয়ে থাকে, তা হলে থলেটা দিয়ে যান!’’
গগন তিন হাজার টাকার থলেটা ব্রাহ্মণের হাতে দিয়া বলিল, “তা হলে কাল খুব ভােরেই আমি আসছি; আমি না এলে তুমি বাড়ী থেকে বেরিও না, বুঝেছ ত?”
শিরোমণি-ঠাকুর ঘন ঘন ঘাড় নাড়িয়া বলিল, “হাঁ, তা খুব বুঝেছি। আপনি যদি আর না আসেন, তা হলে এ জন্মে আমি আর মন্দিরমুখো হচ্ছি না। বাবা, বাঁচা গেল—এখন ভুরি-ভােজন লাগিয়ে দেওয়া যাক গে !” এই বলিয়া শিরোমণি ঠাকুর অন্দরমহলে প্রবেশ করিল। গগন দাসও সাত হাজার টাকার কথা ভাবিতে ভাবিতে বাড়ী ফিলি।
পরদিন খুব ভােরে দুইজন পাইক সঙ্গে লইয়া গগন শিরােমণি-ঠাকুরের বাড়ী আসিয়া উপস্থিত হইল। ব্রাহ্মণ তখনও টাকার স্বপ্ন দেখিতে দেখিতে সুখে নিদ্রা যাইতেছিল। গগনের ডাকাডাকিতে তাহার ঘুম ভাঙ্গিয়া গেল। সে তাড়াতাড়ি চক্ষু মুছিয়া বাহিরে আসিয়া বলিল, “এই যে বড় বাবু এসেছেন! তা তামাক ইচ্ছে করেন কি?”
গগন বলিল, “না না, তামাকের প্রয়ােজন নেই, তুমি শীগ্গির বেরিয়ে এস।”
শিরোমণি-ঠাকুর নিয়ম-মত নামাবলি, গামছা ও কোশাকুশি লইয়া দুর্গা, শ্রীহরি’ বলিতে বলিতে বাড়ীর বাহির হইল। তার পর সকলে শিবমন্দিরের দিকে যাত্রা করিল।
মন্দিরে আসিয়া ব্রাহ্মণ শিবপূজা করিতে বসিল, আর গগন ও তাহার পাইক দুইটি দরজার দুই পাশে বসিয়া রহিল। আন্দাজ আধ ঘণ্টা পরে, পূজা শেষ হইলে শিরােমণি-ঠাকুর নৈবেদ্যের থালাখানি আনিয়া গগনের সম্মুখে ধরিল। গগন জিজ্ঞাসা করিল, “এ কি হবে ?”
আপনার আজ সকালের পাওনা।
গগনঃ না হে না, আমি ভিজে আলাে চাল আর ছােলার জন্যে কাল তােমাকে তিন হাজার টাকা দিই নি। এ তুমি নেও, এর পর যা পাবে, আমার তাই চাই।
শিরােমণি-ঠাকুরঃ এর পর সেই সন্ধ্যার সময় আধ সের কঁচা দুধ আর আধ পয়সার বাতাসা !
গগনঃ সেটাও তােমায় এখন থেকে দিয়ে রাখুলুম। এ ছাড়া আর যা পাবে, আমার তাই চাই।।
শিরােমণিঃ এ ছাড়া অষ্টরম্ভা !
গগন হাসিয়া বলিল, “বেশ, তাই হবে। এখন যতক্ষণ না আমি তােমায় যেতে বলছি, ততক্ষণ তুমি এখানে বসে।*
শিরোমণি-ঠাকুর বসিল।
তার পর একটু একটু করিয়া সূৰ্য্য মাথার উপর উঠিল। চতুর্দিক রােদে ঝাঁ ঝাঁ করিতে লাগিল। ক্রমে পিপাসায় ব্রাহ্মণের গলা শুকাইয়া কাঠ হইয়া উঠিল। সে আর চুপ করিয়া বসিয়া থাকিতে পারিল না; গগনকে বলিল, “বড় বাবু, আমি তবে এখন আসি; এর মধ্যে যদি কিছু এসে পড়ে, তা হলে আপনি একটা পাইক পাঠিয়ে আমাকে ডাকিয়ে আনবেন। আমি আর থাকতে পাচ্ছি না, তেষ্টায় প্রাণ ছটফট কচ্ছে।”
এই বলিয়া সে উঠিয়া দাড়াইল। তার পর, যাইবার সময় বলিল, “বড় বাবু, আর কেন রােদে বেগুন-পােড়া হচ্ছেন? আপনিও এখন যান। বরং একটু বােদ পড়লে ফের আসা যাবে।”
গগন সে কথায় কান না দিয়া পূর্বের ন্যায় বসিয়াই রহিল। এদিকে বেলা বাড়িতে বাড়িতে সূৰ্য্য পশ্চিমদিকে ঢলিয়া পড়িল। ক্ষুধায় দেহ অবসন্ন, তৃষ্ণায় বুক ফাটিতেছে, মাথা টন্ টন্ করিতেছে, তথাপি গগনের উঠিবার নাম নাই । শেষে আর সহ্য করিতে না পরিয়া, সে-“ব্যাটা মিথ্যাবাদী দেবতা, তােমায় দেখাচ্ছি, দাঁড়াও!” এই বলিতে বলিতে মন্দিরের ভিতর ঢুকিল এবং পরক্ষণেই পাথরের শিবের মাথায় সজোরে এক চড় মারিল। তার পর আর একটা চড় মারিবার জন্য শিবের মাথা হইতে হাত তুলিতে যাইয়া দেখিল যে, শিবের মাথায় উহা বেশ ভাল রকমে আটকাইয়া গিয়াছে। কত সাধ্য সাধনা, কত অনুনয়-বিনয়, কত টানাটানি ঝাঁকঝাঁকি—কিছুতেই কিছু হইল না। পাইকেরা পর্যন্ত বিস্তর চেষ্টা করিল, কিন্তু কোন মতেই গগনকে বন্ধন-মুক্ত করিতে পারিল না। অবশেষে হাতের যন্ত্রণায় সে ভেউ ভেউ করিয়া কঁদিতে কাঁদিতে মন্দিরের মধ্যে শুইয়া পড়িল। এই অবস্থায় কখন যে সে ঘুমাইয়া পড়িয়াছে, তাহার ঠিকানা নাই।
গগন নিদ্রা যাইবার সময় স্বপ্ন দেখিল, এক বিকটাকার রাক্ষস-মুৰ্ত্তি তাহার হাত ধরিয়া রহিয়াছে এবং তাহার পার্শ্বে মাথায় জটা, গায়ে ভস্মমাখা এক যােগী দাঁড়াইয়া আছেন? গগন বেশ বুঝিতে পারিল যে, ঐ রাক্ষস-মূর্তিই শিবের সহচর-নন্দী আর যােগী স্বয়ং শিব। সে স্বপ্নে শিবের কাছে অনেক কান্নাকাটি করিল, কিন্তু শিব তাহার একটা কথাও শুনিলেন না। তিনি বলিলেন, “দেখ, তাের মত লােভী, স্বার্থপর, হিংসুক মহাজন এ জেলায় আর দুটি নেই ! তাের যা ধন-দৌলত আছে তা সাত পুরুষে ফুরােবে না। কিন্তু তবুও তাের লােভের শেষ নেই। কাল দুর্গার সঙ্গে আমার যে কথা হয়েছিল, তাই শুনে তুই তাড়াতাড়ি ব্রাহ্মণকে তিন হাজার টাকা দিয়ে, তার আজকের প্রাপ্য সাত হাজার টাকা আত্মসাৎ করবার পথ ঠিক করে রেখে এসেছিস। তাের প্রতি কাহারও দয়া হয় না। তবে যদি তুই ব্রাহ্মণকে এখনি আর চার হাজার টাকা দিতে পারিস, তা হলে নন্দী তাের হাত ছেড়ে দেবে ! নচেৎ আজ রাত্তিরে তাের শরীর থেকে ডান হাতখানা ছিঁড়ে ফেলতে তাকে বলে দেব!’
গগন শিবের কথা শুনিয়া ভয়ে কঁপিতে কপিতে বলিল, দোহাই ঠাকুর, আমি এখনই চার হাজার টাকা দিচ্ছি, তুমি আমায় ছেড়ে দাও।”
শিব বলিলেন, “আচ্ছা আজ তােকে ক্ষমা করলাম ; কিন্তু ছাড়া পেয়ে যদি ব্রাহ্মণকে ফাঁকি দিস, তা হ’লে তুই তিন দিনের মধ্যে মারা যাবি। আর দেখ, কাল আমি ব্রাহ্মণকে যে সাত হাজার টাকা দেবার কথা বলেছিলাম, সে কি আমি ঘর থেকে এনে দিতাম? মূর্খ, তুই কি ভেবেছিস যে, আমার একটা মস্ত টাঁকশাল আছে, সেইখানে থলে থলে টাকা তয়ের হচ্ছে ? ওরে বোকা, তাের মত যারা পরের ধন হরণ করে নিজের ঘরে পুঁজি করে, তারাই আমর এক একটা জীবন্ত টাঁকশাল! দেখ, লােভর বশে অন্ধ হয়ে ‘হা টাকা—যে টাকা’ করে চারিদিক হাতড়ে বেড়ালে, এই রকম বিপদে পড়তে হয়। এখন থেকে যাতে গরীবের দুঃখ দূর হয়, লোকে যাতে না খেতে পেয়ে মারা না যায়, তার পথ করগে যা।”
গগন তাহাতেই স্বীকৃত হইল। অমনি তাহার ঘুম ভাঙ্গিয়া গেল। সে জাগিয়া উঠিয়া দেখে যে, তাহার হাত সত্য সত্যই শিবের মাথা হইতে খুলিয়া গিয়াছে। সে তখন শিবকে প্রণাম করিয়া একজন পাইককে শিরোমণি-ঠাকুরের বাড়ী পাঠাইয়া দিল।
ব্রাহ্মণ আসিলে, গগন তাহাকে নিজের বাটিতে আনিয়া, সাত হাজারের বাকী চার হাজার টাকা গুণিয়া দিয়া, মন্দিরের সমস্ত কথা বলিল ! ব্রাহ্মণ ত অবাক ! কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে বলিল, “বড়বাবু, তবে তুমি ভগবানের টাঁকশাল! তা হলে এখন থেকে যার যা দরকার হবে, সকলকে তােমার কাছে পাঠিয়ে দেব, কেমন ত?”
গগন বলিল, “হাঁ, ঠাকুর তাই দিও। আজ থেকে আমার যা কিছু সব পাঁচ জনের ! আমি ভগবানের টাকশাল !”
সেইদিন হইতে সুদখাের কৃপণ গগন দাসের নবজীবনের সূত্রপাত হইল! সে প্রত্যহ দীনদরিদ্রকে নিয়মিতরূপে দান না করিয়া জলস্পর্শ করিত না! ক্রমে সে দানবীর গগন দাস নামে প্রসিদ্ধ হইয়া উঠিয়াছিল।
শিবনাথ শাস্ত্রী রচিত “ভগবানের টাঁকশাল” গল্পটি যোগিন্দ্রনাথ সরকার সংকলিত ‘গল্প-সঞ্চয়’’ গ্রন্থ থেকে নেওয়া


পরিকল্পনা ও সম্পাদনা : বাবলু ভঞ্জ চেীধুরী
Фільми та серiали 2020 українською мовою в HD
якості форсаж хоббс и шоу в хорошем качестве
Нові фільми 2021 року. Грейхаунд
Новинки фільми, серіали, мультфільми 2021
року, які вже вийшли Ви можете дивитися українською на нашому сайті Link
cheap generic cialis for sale https://extratadalafill.com/
tadalafil blood pressure tadalafil generic where to buy
tadalafil price walmart cheap cialis pills for sale
Дивитися популярні фільми 2021-2021
року Link
cheap cialis pills for sale tadalafil blood pressure
Нові сучасні фільми дивитися українською
мовою онлайн в хорошій якості HD Вечер с Владимиром Соловьевым
Нові сучасні фільми дивитися українською мовою онлайн в хорошій якості HD z.globus-kino.ru
Найкращі українські фільми 2021 року filmiwap.store
Новинки фільми, серіали, мультфільми 2021 року, які вже вийшли Ви можете дивитися українською на нашому
сайті Захар Беркут
Нові сучасні фільми дивитися українською мовою онлайн в
хорошій якості HD link
tadalafil brands https://cialismat.com/
buy tadalafil buy generic cialis online with mastercard
best price usa tadalafil side effects for tadalafil
generic tadalafil from uk cialis without prescription
tadalafil goodrx where to buy tadalafil on line
https://cialismat.com/ cost tadalafil generic
If some one needs to be updated with hottest technologies therefore he must be pay a visit this web page and be up to date all the time.
Hello there, You have done an incredible job. I’ll definitely digg it and personally recommend to my friends. I’m confident they will be benefited from this website.
Howdy would you mind sharing which blog platform you’re working with? I’m planning to start my own blog in the near future but I’m having a difficult time making a decision between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your layout seems different then most blogs and I’m looking for something completely unique. P.S Sorry for getting off-topic but I had to ask!
best price usa tadalafil buy cialis pills
tadalafil cost walmart cialis without prescription
Good day! I could have sworn I’ve been to this website before but after checking through some of the post I realized it’s new to me. Nonetheless, I’m definitely happy I found it and I’ll be bookmarking and checking back often!
Very nice write-up. I absolutely love this website. Keep writing!
tadalafil dosage cost of cialis
Дивитися фільми українською онлайн link
cost of cialis cheap generic cialis for sale
cialis without prescription tadalafil generic
This is very attention-grabbing, You are a very skilled blogger. I’ve joined your rss feed and look ahead to in quest of more of your magnificent post. Also, I have shared your site in my social networks|
tadalafil daily online cialis tadalafil
This is really interesting, You’re a very skilled blogger. I’ve joined your rss feed and look forward to seeking more of your fantastic post. Also, I have shared your website in my social networks!
Wow, amazing blog layout! How lengthy have you ever been running a blog for? you make running a blog look easy. The entire look of your website is great, let alone the content material!
This article is exactly what I am seeking!
It’s going to be ending of mine day, however before ending I am reading this enormous paragraph to improve my knowledge.
is tadalafil peptide safe to take find tadalafil
Keep this going please, great job!
We are a group of volunteers and opening a new scheme in our community. Your web site provided us with valuable information to work on. You’ve done an impressive job and our entire community will be thankful to you.
Thanks in favor of sharing such a good idea, paragraph is pleasant, thats why i have read it fully|
Very good post! We are linking to this great post on our site. Keep up the great writing.
sildenafil 20 mg brand name 200 mg sildenafil citrate
online tadalafil us tadalafil cheap
canada generic tadalafil side effects of tadalafil
generic viagra online pharmacy viagra on line
cost of cialis side effects of tadalafil
ivermectin price usa ivermectin nz
tadalafil side effects tadalafil soft tablets
sildenafil 100 mg uso figral sildenafil 100 mg
stromectol 3mg tablets stromectol australia
research chemicals tadalafil purchase peptides vikalis 20mg tadalafil
cheap viagra buy purchase viagra in mexico
stromectol tablets uk buy stromectol pills
where to get tadalafil tadalafil liquid
tadalafil 2o mg cvs cialis tadalafil 10 mg
vardenafil vs sildenafil citrate where can i buy sildenafil over the counter
prescription tadalafil online where to buy cialis without prescription
tadalafil goodrx tadalafil brands
stromectol 3mg cost ivermectin 90 mg
ivermectin 9 mg tablet stromectol pill price
ivermectin 0.5 cost of ivermectin 1% cream
stromectol uk order stromectol online
can you buy stromectol over the counter ivermectin 0.2mg
ivermectin 15 mg ivermectin 5ml
ivermectin 12 mg ivermectin 10 mg
ivermectin 3mg ivermectin topical
Флэш
ivermectin 6mg stromectol ivermectin
stromectol tab 3mg ivermectin 50
ivermectin 12 mg ivermectin 0.2mg
ivermectin cream uk ivermectin 200 mcg
Дэдпул 3
cialis uk cialis doses
ivermectin 0.2mg stromectol order online
cialis milligrams uses for cialis
stromectol pill ivermectin 0.5 lotion india
buy cheap viagra online order viagra
cost of ivermectin medicine ivermectin india
RRR смотреть онлайн
generic tadalafil cost cipla tadalafil 20 mg
how to get sildenafil female viagra sildenafil
sildenafil citrate & tadalafil tablets cialis tadalafil buy online
generic cialis cialis soft tabs
buy viagra brand name viagra
viagra for cheap sildenafil compare prices
canadian pharcharmy online Mestinon
sildenafil citrate online pharmacy sildenafil for ed
Biaxin domperidone from canadian pharmacy
sildenafil and tadalafil 5 mg tadalafil
drug store pharmacy technician pay canadian pharmacies-247
costco pharmacy canada Rumalaya
walmart online pharmacy can you mail prescription drugs
sildenafil prescription prices viagra cost comparison
cialis prescription cost cialis 10 mg
levitra 20 mg street price levitra medication
cialis cheap cost of cialis for daily use
ivermectin-pyrantel ivermectin otc
generic viagra online pharmacy canada viagra 100 buy
tadalafil 20 mg online pharmacy tadalafil 20mg near me
rabbit ear mites ivermectin ivermectin cream for humans
certified canadian international pharmacy online discount pharmacy
purchase viagra in australia ordering viagra online
how many milligrams of cialis should i take viagra cialis samples
online pharmacy generic viagra are canadian online pharmacies safe
cialis, 20 mg, canadian cialis price
levitra dosage reviews levitra ohne rezept apotheke
which is better cialis or levitra levitra prices at walmart
yutube
cheap cialis canada pharmacy canadian pharmacy without prescriptions
list of prescription drugs prednisolone online pharmacy
pharmacy usa store androgel canada pharmacy
pharmacy programs online doctor of pharmacy degree online
pharmacy program online the pharmacy store apopka
pharmacy online india canada pharmacy meds
Magnificent site. Plenty of useful info here. I’m sending it to a few friends ans also sharing in delicious. And of course, thanks for your effort!
canadian codeine pharmacy canadian pharmacies-247
Нові сучасні фільми дивитися українською мовою онлайн в
хорошій якості HD Link
Найкращі фільми 2021 Link
Фільми українською в хорошій якості –
онлайн без реклами Link
Нові фільми 2021 року. Link
Новинки фільми, серіали, мультфільми 2021 року,
які вже вийшли Ви можете дивитися українською на нашому сайті Link
Дивитися фільми онлайн в HD якості українською мовою Link
Дивитися фільми українською онлайн
Link
Найкращі фільми 2021 Link
Найкращі фільми 2021 Link
Не пропустіть кращі новинки кіно українською
2021 року 2022
awc canadian pharmacy review canadian xl pharmacy
buy provigil 100mg sale buy provigil 200mg online cheap
modafinil 200mg canada
Avalide online pharmacy florida
purchase provigil generic provigil order cheap modafinil 200mg
when Was Cialis Invented?
how Much Cialis Is Too Much?
how Much Does Cialis Cost At Walgreens?
provigil online buy modafinil pill modafinil medication
Link
Психолог онлайн. Консультация Прием психолога? – 6436 врачей,
7841 отзывов.
Психолог онлайн. Консультация Когда необходим прием психолога? – 6637 врачей,
6128 отзывов.
Психолог онлайн. Консультация
Прием психолога? – 7397 врачей,
5635 отзывов.
Психолог онлайн. Консультация
Когда необходим прием психолога? – 6978 врачей, 3343 отзывов.
Психолог онлайн. Консультация Когда необходим прием психолога? –
6046 врачей, 5573 отзывов.
Психолог онлайн. Консультация Когда необходим прием психолога? – 3110 врачей, 4262 отзывов.
Психолог онлайн. Консультация Когда необходим прием психолога? – 5427 врачей, 7378
отзывов.
Психолог онлайн. Консультация Когда необходим прием психолога? – 7962 врачей, 3049 отзывов.
Психолог онлайн. Консультация Психолога онлайн – 3977 врачей,
7698 отзывов.
Психолог онлайн. Консультация
Психолога онлайн – 7880
врачей, 3425 отзывов.
Психолог онлайн. Консультация
Когда необходим прием психолога?
– 3231 врачей, 6575 отзывов.
Психолог онлайн. Консультация Когда необходим прием психолога? – 3366 врачей,
4803 отзывов.
Психолог онлайн. Консультация Прием психолога? – 3060 врачей, 7701 отзывов.
Психолог онлайн. Консультация Психолога – 7276 врачей, 6274
отзывов.
overseas pharmacies shipping to usa
reputable canadian pharmacy
medicine canada
internet pharmacy
buy cialis 5mg online 95 Order at www
buy priligy in the us No, but hydrocephalus can be managed with surgery and medication
ziac diferencia entre metoprolol succinato y tartrato Newsweek will operate as a wholly owned subsidiary of IBTMedia, which was founded in 2006 and has a portfolio of 10international online news properties including InternationalBusiness Times, Medical Daily, Latin Times and iDigitalTimes cialis for sale in usa She said if this doesn t knock out the inflammation and bring down the pain, then we may have to consider neurotin
northwest canadian pharmacy
viagra pill generic viagra usa buy viagra cheaper
If the Clomid works then I don t mind at all, but I was just wondering if many others on here get the side effects or sail through it all symptom free priligy dapoxetina 30mg nos eua
no prescription pharmacies
Aliquots were frozen at 20 C until assayed cialis online cheap