
কবি আজীজুল হক ও তাঁর কবিতা

খসরু পারভেজ

আধুনিক বাংলা কবিতায় পঞ্চাশ দশকের অন্যতম শক্তিমান কবি আজীজুল হক (জন্ম ২মার্চ ১৯৩০, মৃত্যু ২৭ আগস্ট ২০০১)। কবিতায় সমাজসংলগ্নতার পাশাপাশি নতুন চিত্রকল্প নির্মাণে তাঁর বলিষ্ঠতা সচেতন পাঠককে চমকিত করে। কবিতা একের ভিতর বহুর এক ব্যঞ্জনাদীপ্ত সমন্বয়, সেটা আমাদেরকে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন। ইতিহাস ও ঐতিহ্যে আস্থাশীল এই কবির কবিতায় প্রকট সমকালীন সমাজ, জীবনের অনিবার্য মুক্তির আকাঙ্ক্ষা। কখনও প্রতীক, তীব্র কৌতুক ও ব্যঙ্গ বাক্যবাণে তিনি দ্রোহী। সর্বোপরি মানবতাবাদী, প্রগতিপন্থী জীবনমুখী চেতনায় আত্মলীন এই কবি আমাদের মহান মুক্তিযুদ্ধ ও ভঙ্গুর সমাজের সূর্যসন্ধানী এক নিরাময়ী কন্ঠস্বর।
মাত্র তিনটি কাব্য তাঁর -ঝিনুক মুহূর্ত সূর্যকে (১৯৬১),বিনষ্টের চিৎকার (১৯৭৬), ঘুমও সোনালী ঈগল (১৯৮৯)। কবি হওয়ার জন্য প্রচুর বই পকাশ করা জরুরি নয়, জরুরি হচ্ছে চিন্তা ও চেতনার উন্নয়ন, উন্নত লেখা। তার প্রমাণ তিনি।
বন্ধু ও প্রকাশকরা শ্রেষ্ঠ কবিতা বা নির্বাচিত কবিতা প্রকাশের কথা বললে তিনি কখনও সম্মত হন নি। নির্বাচিত বা শ্রেষ্ঠকে স্বীকার করতেন না। শেষ পর্যন্ত ১৯৯৪ খ্রিস্টাব্দে বিদ্যাপ্রকাশ থেকে প্রকাশিত হয় তিনটি বই থেকে বাছাই করা লেখা নিয়ে ‘আজীজুল হকের কবিতা’। একটি মাত্র প্রবন্ধ গ্রন্থ ‘অস্তিত্বচেতনা ও আমাদের কবিতা’ বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় ১৯৮৫ খ্রিস্টাব্দে।
১৯৮৯ খ্রিস্টাব্দে আমরা তাঁকে কবিতায় অবদানের জন্য মধুসূদন একাডেমী পুরস্কার অর্পণ করি। এরপর একই বছরে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।
কবির জন্মদিন এলে তাঁর ছাত্র, শুভানুধ্যায়ীরা কোনো আয়োজন করতে চাইলে তিনি বলতেন ”একজন কবির কোনো জন্মদিন নেই, একজন কবি যখন কবিতা লেখেন তখনই তাঁর জন্ম হয়।” তিনি মনে করতেন, “কবিতা জীবনের বস্তুঘটিত প্রয়োজনসিদ্ধির উপায় নয়, সে কেবল জীবনের ক্রমান্বিত শুভ-পরিণামসমূহ অর্জনের লক্ষ্যে আমাদের চিত্তে গভীরতম তৃষ্ণা ও প্রত্যয়কে জ্বালিয়ে রাখে।”
রাজধানীর মোহময় হাতছানিকে উপেক্ষা করে সারাজীবন যশোর শহরে অধ্যাপনা আর সাহিত্যসেবায় জীবনকে উৎসর্গ করেছেন। যশোরের তরুণ কবিদের অনিবার্য অভিভাবক হয়ে সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করে গেছেন। আমরা এই কৃতি কবিকে যথার্থ মূল্যায়ন করতে পারিনি বা করিনি।
কবি ও গবেষক আব্দুল মান্নান সৈয়দ একবার আমাকে বলেছিলেন, “আমাদের পঞ্চাশের সবচেয়ে শক্তিমান কবি আজীজুল হক। তাঁর যথার্থ মূল্যায়ন হলো না।” আমি আজীজুল হককে নিয়ে তাঁকে লিখতে অনুরোধ করি। তিনি বলেন, তাঁর কাছে আজীজুল হকের কোনো বই নেই। আমি তাঁকে জানাই বিদ্যাপ্রকাশ স্বল্প পরিসরে ‘আজীজুল হকের কবিতা’ প্রকাশ করেছে। তিনি বাংলা বাজারে যেতে পারেন না তাই বইটি সংগ্রহ করে আমাকে পাঠাতে বলেন। আমি বইটি পাঠিয়ে দিই। যশোরে একদিন স্যারকে ( আজীজুল হক যশোর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে আমার শিক্ষক ছিলেন) বলি, “মান্নান সৈয়দ আপনাকে নিয়ে লিখতে চাইছেন। আমি আপনার বই পাঠিয়ে দিয়েছি।” কথাটি শুনে তিনি বিস্মিত হন এবং বলেন, “দেখো লিখবে না, তুমি বইটি শুধুই নষ্ট করলে। ওদের কি সময় আছে আমাদের মতো মফস্বলবাসী কবিদের নিয়ে লিখবার !” আজীজুল হকের জীবদ্দশায় সত্যিই মান্নান সৈয়দ তাঁকে নিয়ে লেখেন নি। ২০০১ খ্রিস্টাব্দে মৃত্যুর পর দৈনিক যুগান্তরের সাহিত্য পাতায় আজীজুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আব্দুল মান্নান সৈয়দ একটি প্রবন্ধ লেখেন এবং সেখানে আমার বই পাঠানোর কথাটি উল্লেখ করেন।
শিক্ষক আজীজুল হক খুব রাশভারী ছিলেন। আমরা কলেজে সচরাচর তাঁর সামনে ভিড়বার চেষ্টা করতাম না, অন্তত আমি। অবসর জীবনে যখন যশোর বেজপাড়ায় থাকতেন, তখন গেছি। কত গল্প, কত আড্ডা ! ছাড়তেই চাইতেন না।
তাঁর বাসায় শোকেচে সাজানো তাঁর সম্মাননা। ১৯৮৯ খ্রিস্টাব্দে তাঁকে আমাদের দেয়া ‘মধুসূদন একাডেমী পুরস্কার’ এর ক্রেস্টটা সামনে রাখা, তার পেছনে বাংলা একাডেমি পুরস্কারের ক্রেস্টটা। তিনি বললেন,”দেখো, তোমরা যেটা দিয়েছ, সেটিই আমার কাছে অনেক বড়, তাই ওটা সামনে রেখেছি। তোমরা যশোরের মানুষ আমাকে ভালোবেসে দিয়েছ আর বাংলা একাডেমি দায় সেরেছে।” কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে।
স্যার সিগরেট খেতেন। অবসর জীবনে অর্থের টানাপোড়েন ছিল। সেটি বেশি করে বুঝতে পারি, যখন দেখি একটি সিগরেট অর্থেক টেনে বাকিটা নিভিয়ে রাখতেন, পরে ধরাবেন বলে। একদিন বললাম, “স্যার সিগরেট আপনার ক্ষতি করবে, আর নিভিয়ে রাখা সিগরেট তো আরও ক্ষতিকর!” স্যার হাসলেন।
কবি হতে হলে ঢাকায় থাকতে হয়, অনেকে বললেও সেটা আজীজুল হক বিশ্বাস করতেন না। তবে দলবাজ, সুবিধাবাদীরা মফস্বলবাসী লেখক কবিদের অবজ্ঞার চোখে দেখে, এটা অনুভব করতেন।
গত ২৭ আগস্ট পার হয়ে গেছে তাঁর উনিশতম মৃত্যুদিন। বাংলা সাহিত্যের পুরোধাদের কথা বাদ দিলাম। যশোরবাসীও কি ভুলে গেছে ! যশোরে কত কবি – লেখক তাঁর স্নেহে ধন্য হয়েছেন। যশোরে কত সংগঠন, সাহিত্য সংঘ !
যশোরে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, মধুসূদন জয়ন্তী, বৈশাখী মেলা, যশোর ইনষ্টিটিউটের বই মেলা, রবিবাসরীয় সাহিত্য আসর, নাট্যোৎসব, পূর্ণিমা বাসর, যশোর সাহিত্য পরিষদের দেশ কাাঁপানো সাহিত্য সম্মেলন, কোথায় নেই আজীজুল হকের করস্পর্শ ! আমরা বড় আত্মকেন্দ্রিক, অকৃতজ্ঞ ! একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে আমরা তাঁর জন্মদিন, মৃত্যুদিনে স্মরণ করতে পারি না !
কবির প্রকৃত পরিচয় তাঁর কবিতায়। আসুন আমরা কবি আজীজুল হকের কয়েকটি কবিতা পাঠ করি। আর উপলব্দি করি তাঁর কবিত্ব শক্তির !
১.
ঝিনুক মুহূর্তে সূর্যকে
আজন্ম দুহাতে এক অদৃশ্য প্রেতের সাথে যুদ্ধ করে করে
আমিও অদৃশ্য। এই লোকালয় থেকে
কিছুদূরে গেলে এক ধূসর প্রান্তরে
পিছু-পিছু হাঁটি, অন্ধকারে তাকে তাড়া করি,
যদিও নিশ্চিত জানি সে
আয়ুর নিষিদ্ধ রেখা অতিক্রম করে না কখনো।
বন্ধুর শীতল হাতে হাত রেখে বন্ধুরা যখন
হলুদ বাতির নিচে কথা বলে, ‘ফের দেখা হবে
আসি তবে’ এবং বিশ্লিষ্ট হয় জুতোয় মাড়িয়ে
চিনেবাদামের খোসা,
বরফকুচির ধুলো ওড়ে ছায়াপথে,
নির্বিকার নক্ষত্র সমাজ,
প্রত্যেকে প্রত্যক্ষ করি কোনো এক দুর্ঘটনাকে,
প্রত্যেক নক্ষত্র এক দূরত্বের নিঃসঙ্গ শিকার।
ভূমিতে প্রোথিত দেখি অর্ধাঙ্গ আমার,
নদীর নিকটে
সুতীক্ষ্ণ শব্দের স্রোত, কঠিন রুপালি ঢেউ, ইস্পাত মসৃণ
চাকা দ্রুত ফেলে গেছে,
দ্রুত, আরও দ্রুত
সোনালি কাঁকড়া দাঁতে, হলুদ পতঙ্গে খাবে
ছিঁড়ে ছিঁড়ে উদ্বৃত্ত আমাকে।
আমি তবে প্রেতটাকে কী করে ফেরাবো? তার প্রেম
অনিবার্য, অদৃশ্য শীতল,
সমাধি স্তম্ভের ছায়া
আত্মার শিয়রে,
সময়ের যক্ষ দেয় অনন্ত আয়ুকে পাহারা,
কী করে ফেরাবো।
ঘৃণার বুদ্বুদ আর ক্ষোভের তরঙ্গ আর স্রোতের আবর্ত দিয়ে যাকে
সমুদ্র লুকিয়ে রাখে অতল গভীরে
তাকে প্রেম দেবে বলে ঝিনুকের ঠোঁটে
ঠোঁট রাখে সূর্যের হৃদয়,
আযুর সীমান্তে এলে পর
তুষার তাড়িত ফল বীজের ভিতরে আনে
কী গাঢ় ইচ্ছাকে, কিছুক্ষণ রঙ মাখে
কী বিষণ্ন সবুজ শরীরে
২.
রক্তমুখী নীলা
নীলাভ কাচের প্লেটে হৃৎপিণ্ড রক্তাক্ত উজ্জ্বল
ছিঁড়ে এনে রাখলে টেবিলে
সূর্যোদয় হলো
সমুদ্রের জলে।
আজকের প্রগাঢ় সকালে
কী দেবো তোমাকে? কী দেবো, কী দেবো!
রক্তমুখী নীলা।
এর চেয়ে অন্যতর কী বা দিতে পারি।
উত্তোলিত প্রাসাদের নিচে
অবধ্বস্ত সে নগরী একদিন আবিষ্কৃত হবে।
রমণীর ধবল করোটি, ডানচক্ষু দৃষ্টির কবর,
অন্যতর চোখের কোটরে সুদুর্লভ মণি
রক্তমুখী নীলা,
যেন তার তীরবিদ্ধ গাঢ় নীল চোখ
এক ফোঁটা রক্ত জ্বেলে অন্ধকারে চেয়ে থাকে
কারো দিকে।
কার দিকে হে বিশ শতক?
৩.
সূর্য শিকার
আমি কথা বলতে বলতে হঠাৎ চিৎকার করে উঠি
এবং চিৎকার করতে গিয়ে হঠাৎ কথা বলে ফেলি।
আমার ফুসফুস ও হৃৎপিণ্ডটা কী বিশ্বাসঘাতক !
আহা, আমি যদি আমার মাথাটার প্রভু হতে পারতাম।
আমার পিতা-পিতামহরাও প্রভু ছিলেন না।
তাদের গাদা বন্দুকটা একটা বংশানুক্রম মাত্র,
ওটা দিয়ে আমি মশা তাড়াই
এবং বইখাতা কলমকে তাক করি।
ওরা জানালা দিয়ে লুকিয়ে তাকিয়ে দেখে
দেখে আর হাসে
হাসে আর দেখে
যেন দেখছেও না হাসছেও না।
আহা, হাত দুটি যদি আমার বন্ধু হতো
সূর্যকে একটা থাপ্পড় মেরে আসতাম।
৪.
মেঘমুখী সূর্যমুখী
আমারো প্রার্থনা ছিলো উচ্চারিত হৃদয়ের কাছে,
মেঘমুখী ফুল তুমি সূর্যমুখী হও,
সূর্যই আমাদের প্রথম নায়ক
চিরকাল আমাদের নায়কই সে আছে।
প্রেম থেকে শানি- আর ক্রোধ থেকে প্রদাহ অবধি
স্পর্শ তার। ইতিহাস সময় আকাশ
করতলে রাখে ফুল স্মৃতি স্বপ্ন জ্বালা,
আর নীল অন্ধকার আমাদের আকাশের তলে
পৃথিবীর সব কটি মানুষের মুখ
সূর্য হয়ে জ্বলে।
আমাদের মতো সব অবিকল মানুষেরা
কতবার দেখেছে এখানে
ফসলের ফুলঝুরি মাঠ,
আম জাম আমলকি গাছের পাতায়
গাঢ় নীল সবুজ আগুন
ঝিল বিল নদীর ভিতর
আলোর কুচির মতো ঝিকিমিকি মাছ আর
রুপালি ঝিনুক,
অবিকল মানুষেরা সব
সকলেই দেখেছে এখানে
মানুষের প্রেমে আর জ্ঞানে আর ক্রোধে এক
আলোর বিভব।
আমিও তো কতবার হৃদয়কে দিয়েছি প্রবোধ,
যে-সব নগর গ্রাম বন্দর স্বদেশ
অরণ্য কি ফসলের মাঠ
দাও-দাও পুড়েছে একদা
তারা সব হয়েছে নিঃশেষ?
তাদেরি শিখায় দেখ কেমন জ্বলছে রোজ ভোরের ললাট।
যে-সব নগর গ্রাম বন্দর স্বদেশ বন
আর এই ফসলের ক্ষেত
দাউ-দাউ পুড়ছে এখন
সূর্যেরই আরো কাছে সুনিশ্চিত গেছে তারা সব
প্রেম রক্ত যন্ত্রণা সমেত।
অবিকল মানুষেরা চিরকাল আসেনি কি দেখে
যন্ত্রণার অর্থ নেই জীবনের সত্য আর
স্বপ্ন ব্যতিরেকে?
মেঘমুখী ফুল তবে সূর্যমুখী হও,
সূর্যই আমাদের প্রথম নায়ক
চিরকাল আমাদের নায়কই সে আছে
প্রেম শান্তি জ্ঞান ক্রোধ প্রদাহ প্রবাহ
লোকালয়
অরণ্য নগর পথ জনতা ও নদী
চিন্তা ও সংশয়
জন্মান্ধ চিৎকার আর চিতাদীপ্ত চেতনা অবধি
স্পর্শ তার।
আর দেখ অন্ধকার আমাদের আকাশের তলে
পৃথিবীর সব কটি মানুষের মুখ
সূর্য হয়ে জ্বলে।
৫.
বিনষ্টের চিৎকার
অবশ্যই আমি সেই ব্যবহৃতা রমণীর সজ্ঞান প্রেমিক।
জীবনকে সুনিপুণ আলিঙ্গনে বেঁধে
চিরকাল বেঁচে থাকে নির্বিঘ্নে যেমন
মৃত্যুটা, তারো চেয়ে অধিক নিকটে
আমি তার। নিমজ্জিত আমি তার সকল বিষয়ে।
সে আমার স্নায়ুর ভিতরে
সমস্ত নর্তকীদীপ জ্বেলে রেখে প্রায়ান্ধ কুটিরে
কম্প্রচিত্ত ডেকে নিয়ে যায়। এবং যখন
রক্তের ধ্রুপদী কান্না উচ্চকিত
অন্ধকারে,
আরও অন্ধকারে
আরণ্য ব্যাধের মত অতিদ্রুত সেইসব প্রিয়দৃশ্য খুঁজি,
হরিণ চিতার দেহ, কামাতুর বাঘিনীর মুখ,
মাংসল পাখির ডানা, স্বজাতির হাড়,
পিচ্ছিল প্রাণীর ত্বক, নখ,
সোনালি পালক।
এবং তখন
একটি অনার্য ক্ষুধা, স্বভাবের প্রমত্ত চিৎকার
আমাকে বিশুদ্ধ করে তোলে,
আমি নামি যত
অন্ধকার নিষিদ্ধ পাতালে,
রক্তের জোনাকিবিন্দু জ্বলে ক্রমাগত।
খুলে ফেলি সন্তর্পণে আমি তার সমস্ত পোষাক,
শতাব্দীর ক্রমান্বিত ভাঁজে
বণিক বিলাসী গন্ধ, দাগ,
বর্ণবিত্ত নৃপতির দস্যুদের কামার্দ্র সোহাগ
মুছে ফেলি। ঢেউ কেবলি উত্তাল হয় মধুমতি মেঘনার
প্রশাখা শাখায়,
মাছের কাজল চোখ, সুনীল ময়ূরী গ্রীবা, মুখ,
কুমারী ঝিনুক ঠোঁট, সব-সব দ্রুত করাঙ্গুলে
স্পর্শ করি আমি এক স্মৃতিবিদ্ধ বিনষ্ট যুবক,
ধূসর শঙ্খের মত স্তনে
ধানের দুধের গন্ধ আর
শ্যামল সুঘ্রাণ ওঠে শরীরের পলল মন্থনে।
অতঃপর আমি সেই স্মৃতিগন্ধা রমণীর বিকলাঙ্গ গ্রীবা
সুদীর্ঘ চিন্তার মত দু-হাতে জড়িয়ে ধরে হাঁটি,
আমার পশ্চাতে হাঁটে ছায়া-ছায়া মুহূর্ত সকল
শতাব্দীর লাশের বাহক,
প্রেম এক মৃত্যু ছাড়া দিতে পারে কী বা।
আমি তাকে নিয়ে যাই বন্দরের বেসাতি গুঞ্জন
এবং নগর থেকে সন্ধ্যারেখা নদীর নিকটে,
সেখানে চিৎকার করি, নদী,
তুমি কি সময়ভ্রষ্ট, তবে
ঘোড়ার পায়ের চিহ্ন তীক্ষ্ণ কেন প্রান্তর অবধি?
৬.
ঠিক এই মুহূর্তে
ঠিক এই মুহূর্তে আমি ভাবছি না আমার শত্রুকে
বরং জন্মাবধি সেই ভাইকে
সূর্যের দিকে তাকাতে গিয়ে যার চোখ ঝলসে গেল,
বরং বন্ধুকে
যার আলিঙ্গন দুটি গুলিবিদ্ধ বাহুর মত কবোষ্ণ
ও সুদীর্ঘ,
এবং মাকে
যিনি ঘাসের সবুজে মিশে নিজেই বাংলাদেশ হয়ে গেলেন।
ঠিক এই মুহূর্তে আমি অসতর্ক। বরং নির্ভয়
আগের চেয়ে। যেন
পদ্মা ও মেঘনার জলে ক্রমশ ডুবে যাচ্ছে আমার
সীসা বারুদের মন্ত্রকবচ।
এখন আর ভালোবাসার জন্যে আমি কাঁদছি না,
এবং এই মুহূর্তে আমার আশ্রয় এমনই দুর্গম যে
বাংলাদেশের হৃৎপিণ্ডকে ছিঁড়ে তবে আমাকে
স্পর্শ করতে হয়।
৭.
চিৎকার প্রতিধ্বনিহীন
তুমি তো সুকণ্ঠ ছিলে, তবে কোন মতিভ্রমে শুধু
গলায় চিৎকার তোলো, ঢালো সুজন সভায়
অশোভন রুক্ষস্বর। কর্কশ চিৎকারে
কণ্ঠের ভিতরে ক্ষত প্রদাহ বাড়াও। প্রচুর ফাটল
ধরে শব্দে ও ধ্বনিতে, ফাটলের ফাঁকে ফাঁকে
রক্তের আভাস। তুমি
যৌবনের ঘনিষ্ঠ আলাপে
প্রণয়ের শিল্পিত কথায়
প্রবীণের ধ্রুপদী আড্ডায়
কখনো বসো না। বরং তোমার
জন্মের মুহূর্তে শেখা চিকন চিৎকার
একমাত্র পুঁজি। তবে কি তুমিও এই
বিশ শতকের
প্রতিরোধহীন কোন ব্যাধির শিকার?
কৈশোরে স্বেচ্ছায়
তুমিই তো কণ্ঠে নিতে চেয়েছিলে গূঢ়
সঙ্গীতের দায়। কলকণ্ঠ পাখির স্বভাব
ছিল তোমার সন্ধানে। সমুদ্র-শঙ্খের মুখে
কান পেতে রাখা, রোজ
নদীর নিকটে গিয়ে জলের কল্লোলে গলা সাধা
তোমারি অভ্যাসে ছিলো। কথা ছিল
পাহাড়ে যাবার। সেখানে ধ্বনিরা নাকি ঘুরে ঘুরে অলৌকিক
প্রতিধ্বনি হয়। এ-রকম প্রতিশ্রুত তুমি
কোন অপজ্ঞানে তবে হাতে তুলে নিলে এই
শব্দের কঙ্কাল? অলৌকিক প্রতিধ্বনি
ফেরে না চিৎকারে, হা-হা করে ওঠে শুধু
স্বজন বান্ধব,
ঠাস ঠাস বন্ধ হয় সকল দরজা
৮.
মঞ্চ রহস্য
স্টেজ থেকে ফিরে এসো সিরাজউদ্দৌলা
মঞ্চ বিভুল ঘূর্ণিত হয়েছে।
ক্লাইভ নতুন মেক-আপ নিচ্ছে
মীরজাফরের দাড়ি পাওয়া যাচ্ছে না
মীর মদন মদে চূর।
লুৎফা! লুৎফা!
মানে, ডিরেক্টর সাহেব কোথায় গেলেন !
দর্শকেরা রুদ্ধ দরজায় সারিবদ্ধ,
প্রম্পটারের হাতের বইখানা কে নিয়ে গেল?
আজ তবে পলাশীর যুদ্ধ হবে না?
তা’লে বাংলার ইতিহাসের কী হবে?
বাংলা, হায় অভিশপ্ত বাংলা!
সিরাজউদ্দৌলা,
দ্রুত সাজঘরে ফিরে এসো,
এখানে সকলেই আছে-
মীরজাফর লর্ড ক্লাইভ জগৎশেঠ।
দর্শকেরা রুদ্ধ দরজায় সারিবদ্ধ,
শেষ দৃশ্য এখান থেকেই,
এখান থেকেই সিরাজউদ্দৌলা।
৯.
আত্মবিনাশের আগে
যৌবনকে প্রায়শই কাছে ডেকে বলি ফিসফাস,
কেন যে জ্বালাস তুই এইভাবে চিরকাল,
কেবলি দেখাস ভয়
থমথম মুখে ছেড়ে চলে যাবি।
বলেছি তো, কতোবার বলিনি কি, যা-,
দু’চোখ যেদিকে চায়, দুই পা যেদিকে হাঁটে, যা।
পারিস তো আকাশে ওঠ, উঠে
মুঠো ভরে আন নক্ষত্রের বীজ, এনে
বুনে দে মাটিতে।
সমুদ্রে পাতালে গিয়ে ছিঁড়ে নিয়ে আয়
জলজ উদ্ভিদ থেকে রহস্য কুসুম।
নিষিদ্ধ পশ্চিম দ্বার খুলে যা বাগানে,
কুটজ বৃক্ষের পাশে
সর্পগন্ধা গুল্মের ভিতর
দুইটি সুড়ঙ্গমুখ ডানে বায়ে, মুখে
লাল নীল যুগল পাথর,
একপথে মণিকুম্ভ, বিপথে কঙ্কাল।
স্খলিত স্বভাব তুই
কোনোদিন কোনোদিকে কোথাও গেলি না।
বলেছি তো, কতোবার বলিনি কি তোকে
প্রেম থাকে বুকের ভিতর,
সেই বুক চাপড়ানো পাপ?
শান্তি থাকে প্রাণের ভিতর
সেই প্রাণে কষ্ট দেওয়া পাপ?
স্বপ্ন থাকে চোখের ভিতর
সেই চোখ ঢেকে রাখা পাপ?
এতো পাপ নিয়ে তোর কিসের যৌবন?
সালেহার মুখ থেকে গাঢ় নীল অন্ধকারটুকু
মুছে নে দু’হাতে,
নদীর ভিতর-স্রোতে মিশিয়ে দে সেই অন্ধকার,
নদী আরো নীলবর্ণ হবে,
সেই জলে সিক্ত কর গোলাপের তৃষিত শিকড়,
ফুল আরো রত্তবর্ণ হবে।
ভুলে যা কৈশোর তুই। কিশোরী হেনাকে
লেবু আর জামরুল পাতার আঘ্রাণে
কেন যে খুঁজিস,
হারালে নদীর চরে, বনের ভিতর,
হেনারা আসে না আর জনপদে ফিরে,
বুঝাবে কে, আত্মনাশী তুই।
শতাব্দীর জ্ঞানের ফসল
বৃক্ষশাখে কিছু ফল আছে।
বললাম, আদি পাপ নে,
মাটিকে বিদীর্ণ কর, রক্ত আর ঘাম
সেইখানে ঢাল, ঢেলে
সুনীল প্রবাহ আন, সবুজ প্লাবন।
চারদিকে এত যুদ্ধ
যুদ্ধ-যুদ্ধ খেলা
কোনো এক যুদ্ধ চিনে নে,
চারদিকে টগবগ এত যে মিছিল
কোনো এক সঙ্গ বেছে নে।
স্খলিত স্বভাব তুই
কোনোদিন কোনোদিকে কোথাও গেলি না।
কখনো বলিনি তোকে তুই ক্রীতদাস
আমি তোর আয়ুর মনিব।
সহস্র বর্ষের আয়ু করতলে ছিল,
উপরে আকাশ ছিল নক্ষত্র এবং
চন্দ্র-সুর্য-গ্রহ প্রজ্জ্বলিত,
নিচেয় সমুদ্র নদী অরণ্য পাহাড়
উর্বর মৃত্তিকা আর প্রগাঢ় মানুষ,
মাঝখানে ছিল
মানুষের তৃষ্ণা আর গ্রন্থের আদেশ
সম্রাটের আজ্ঞা আর
জনতার ক্রোধ আর
মৃত্যু ও জীবন।
যদি সেই জীবনের স্বপ্ন দেখে থাকি
যন্ত্রণায় কোনোদিন নীল হয়ে থাকি
ঘৃণা-ক্ষোভে ক্রুদ্ধ হয়ে থাকি
সেই ক্রোধ ক্ষোভ আর যন্ত্রণার জ্বালা
পিতা-মাতামহদের পাপ-তাপ-ঋণ
বহনের ভার
দিই নি তো তোকে,
তবু তুই এ-মুক্তির সপক্ষ নিলি না,
অসহ্য এ অভিমান নিষ্ফল করুণ।
সর্বনাশা অভিমানে তিল তিল বিনাশের আগে
তোর উদ্ধার এখন,…
অন্তিমে অকালে তুই আমারি
দাসত্ব মেনে নে
১০.
ঘুম ও সোনালি ঈগল
ঘুমুতে গেলেই দেখি স্বপ্নেরা তেড়ে আসে চতুর্দিক থেকে। ঘুম
তাদের প্রধান খাদ্য, যে-কোনো প্রকার ঘুম। এমন কি
যে-সব নিশ্চিন্ত ঘুম ক্যাপসুলে সুরক্ষিত থাকে, ছড়ায় সময়ে
সমুদ্রের শাদা নীল সোনালি গোলাপি ফেনা, পাতালে পতন-দৃশ্য
আঁকে অন্তহীন, মগজের কোষে-কোষে নীল-নীল ঝাঁঝালো শূন্যতা
ভরে দেয়, শঙ্খচূড় সর্পিণীর ডিমের কুসুম ক্রমে রক্তের ভিতরে
মিশে গিয়ে
গড়ে তোলে হলুদ চেতনা।
তারা খায় বিনিদ্র মায়ের
চোখের তারার থেকে শিশুর চোখের পরে নেমে আসা
রূপকথা-ঘুম, পড়ার টেবিলে রাখা কোঁকড়ানো কালোচুল মাথা
বালকের নিদ্রার ভিতরে ঢুকে পড়ে, অবলীলাক্রমে
খেয়ে ফেলে গণিতের সংখ্যারাশি স্থলভাগ জলভাগ দ্বীপ
কবিতা ছড়ার মিল ইতিহাস ও সন্ধি সমাস।
পিকনিক ফুটবল টুর্নামেন্ট থেকে
অথবা শিকার থেকে দল বেঁধে ফিরে এলে উত্তপ্ত যুবারা
সন্ধ্যায়, প্রেমিকেরা সঙ্গোপনে সঙ্গ দিলে পর
যখন ঘুমায় তারা মধ্যরাতে সঙ্গীহীন, স্বপ্নেরা তখন
পেটিকোট খুলে ফেলে প্রচুর বিবস্ত্র নাচে, আর রুপালি ক্যাসেটে
অদম্য শীৎকার গান বাজাতে বাজাতে
সঙ্গম শিল্পতা আর সংগ্রাম শেখাতে শেখাতে
নিদ্রা খেয়ে ফেলে। এইভাবে নীল রাতে নিদ্রা খেতে খেতে
লাল ঠোঁটে স্পর্শ করে ধূসর মগজ।
কিছু-কিছু লোক যারা
বিশেষ প্রক্রিয়াযোগে ঘুমকে আনেন ডেকে চোখের কোটরে
স্বপ্নের ভিতরে তারা কেবলি দেখেন এক দেবদূত সোনালি তাবিজ
দিচ্ছেন বাহুতে বেঁধে, বলছেন কী-ভাবে বৈদূর্যমণি মহার্ঘ পাথর
সতর্ক পাহারা দেবে আমৃত্যু ভাগ্যকে, কী-ভাবে তাড়াবে
দিনরাত ঘুমকে স্বপ্নেরা। কিছু-কিছু লোক যারা অতি নিমজ্জিত
এইসব অতীন্দ্রিয় রহস্য বিষয়ে, বিশেষত ব্যক্তিগত শোকার্ত সময়ে,
কণ্ঠস্বরে তুলছেন অলৌকিক আর্দ্র রাগ বিমূর্ত সঙ্গীত, তারা
হাতে তুলে নিচ্ছেন চিত্রময় গ্রন্থরাজি সোনালি প্যাকেট,
অতঃপর সন্তর্পণে নিদ্রাকে ডিঙ্গিয়ে
সরাসরি যাচ্ছেন স্বপ্নের সাক্ষাতে।
এইভাবে কিছু-কিছু লোক
আগ্রাসী স্বপ্নের কাছে কৈশোর ও যৌবনকে সঁপে দিয়ে যারা
হেঁটে এসেছেন বার্ধক্য অবধি, মধ্যরাতে নিদ্রাহীন শয্যার ওপর
স্পষ্টত দেখেন তারা শুয়ে আছে অবিকল নিজেরি কঙ্কাল,
করোটির খোল থেকে বেরিয়ে আসছে কোটি জ্বলন্ত জোনাকি,
পুনরায় ঢুকে যাচ্ছে খুলিরই ভিতর। তারা দেখেন তখন
কী-ভাবে স্বপ্নেরা ক্রমে নিদ্রাকে নিঃশেষ করে অতি সন্তর্পণে
জাগরণ খেতে শুরু করে, জাগরণ খেতে খেতে প্রকাশ্যে কী-ভাবে
সোনালি ঈগল সব উজ্জ্বল রুপালি ঠোঁটে দ্রুত বিদ্ধ করে
হৃদপিণ্ড, মস্তিষ্কের গ্রন্থিকোষ, চোখ, গ্রীবায় নিপুণ মুদ্রা তুলে
ছিঁড়ে আনে অস্তিত্বের মূল। তারা দেখেন শয্যায়
শুয়ে আছে প্রতিচ্ছায়া কৈশোরের যৌবনের বার্ধক্যের, চারপাশে
ঈগলের সোনারঙ পালকের প্রচুর স্খলন, দেয়ালে দেয়ালে
নৃত্যরত ডানর প্রচ্ছায়া, যেন
দারুণ দুঃস্বপ্ন ছাড়া গাঢ় কোনো মধ্যরাত নেই
নীল-নীল মৃত্যু ছাড়া স্বপ্নহীন দীর্ঘ ঘুম নেই
অনিদ্রার জ্বালা ছাড়া নিদ্রাস্নাত জাগরণ নেই।


খসরু পারভেজ
জন্ম : ২৫ ফেব্রুয়ারি ১৯৬২ শেখপুরা, যশোর।
বাংলা ভাষা-সাহিত্যে পড়াশুনা করেছেন। একসময় সংবাদপত্রের সাথে জড়িত ছিলেন। এখন সোনালী ব্যাংক লিমিটেডে কর্মরত । প্রতিষ্ঠা করেছেন মধুসূদন স্মারক সংস্থা ‘মধুসূদন একাডেমী’ ও কবি সংগঠন পোয়েট ফাউন্ডেশন বাংলাদেশ ।
কবিতা চর্চার পাশাপাশি গান লেখেন। গদ্য চর্চা ও গবেষণাধর্মী কাজে নিবেদিত। কবি মাইকেল মধসূদন দত্ত বিষয়ে গবেষণামূলক গ্রন্থ রচনায় কৃতিত্বের জন্য আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ও মহাকবি মধুসূদন পদক অর্জন করেছেন। গান রচনায় সাফল্যের জন্য পেয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান পদক। এছাড়াও কবিতায় অবদানের জন্য অনেকগুলো পুরস্কারের মধ্যে সুকান্ত পদক, মনোজ বসু স্মৃতি পুরস্কার, বিবেকানন্দ পদক, কন্ঠশীলন পদক, জীবনানন্দ স্মৃতি সম্মাননা, অমিয় চক্রবর্তী পুরস্কার (ভারত) উল্লেখযোগ্য।
প্রকাশিত গ্রন্থ
কাব্য : নিহত বিভীষিকা নিরুদ্দেশে, মুক্তিযুদ্ধে কুকুরগুলো, ভালোবাসা এসো ভূগোলময়, পুড়ে যায় রৌদ্রগ্রাম (কলকাতা), রূপের লিরিক, প্রেমের কবিতা, ধর্ষণমঙ্গল কাব্য, জেগে ওঠো প্রত্নবেলা, জিন্নাহর টুপি, হৃদপুরাণ, খসরু পারভেজের নির্বাচিত কবিতা ( কলকাতা, কাজল চক্রবর্তী সম্পাদিত )।
গদ্য ও গবেষণা : মাইকেল পরিচিতি, কবিতার ছন্দ, আমাদের শিল্পী এস এম সুলতান, সাধিতে মনের সাধ, আমাদের বাউল কবি লালন শাহ, মাইকেল মধুসূদন দত্ত, এস এম সুলতান, মধুসূদন : বিচিত্র অনুষঙ্গ।
অনুবাদ : মধুসূদনের চিঠি।
সম্পাদনা : সাগরদাঁড়ী ও মধুসূদন, মুখোমুখি সুলতান, ফুটি যেন স্মৃতিজলে ( যৌথ, মধুমেলা স্মারক গ্রন্থ ), মধুসূদন : কবি ও কবিতা, মধুসূদন : নিবেদিত পঙক্তিমালা।
সম্পাদনা করেছেন দুই ডজনের বেশি মধুসূদন বিষয়ক সাময়িকী ও স্মরণিকা। মধুসূদন স্মরণ বার্ষিকী ‘মধুকর’ সম্পাদনার সঙ্গে যুক্ত। ছোটকাগজ ‘অববাহিকা’ ও ‘ভাঁটফুল’ এর সম্পাদক।
fda approved canadian online pharmacies legal drugs buy online best price prescription drugs
fenyurdu.com
sildenafil usa
Good post. I learn something new and challenging on websites I stumbleupon everyday.
It’s always useful too read through content from other
authors and practice something froom other websites.
Also visit my site :: the cost of lasik eye surgery
legitimate canadian mail order pharmacy: trust canadian pharmacy – canadian pharmacy
I must thank you for the efforts you’ve put in penning this blog. I am hoping to view the same high-grade content from you later on as well. In fact, your creative writing abilities has motivated me to get my very own blog now 😉
Really appreciate you sharing this article post. Keep writing.
Superb post however , I was wondering if you could write a litte more on this subject? I’d be very thankful if you could elaborate a little bit further. Many thanks!
What’s Taking place i’m new to this, I stumbled upon this I have found It positively helpful and it has helped me out loads. I hope to give a contribution & aid other users like its helped me. Good job.
http://indiapharmacy.site/# indianpharmacy com
Fantastic blog article.Much thanks again. Cool.
Im obliged for the blog article.Much thanks again. Will read on…
Elementor Lisans – 1 Yıllık satın al
safe canadian pharmacy: real canadian pharmacy – reddit canadian pharmacy
windows 10 pro satın al
wow, awesome article.Really looking forward to read more. Great.
ivermectin for cattle topical ivermectin for scabies
best price prescription drugs: buy drugs online safely – prescription drugs without the prescription
generic sildenafil – sildenafil online canada sildenafil 20
best india pharmacy indian pharmacy online indian pharmacy
https://canadiandrugs.store/# vipps approved canadian online pharmacy
Купить в интернет-магазине
спорттовары для занятий спортом по доступным ценам в нашем магазине
Качество и комфорт в каждой детали спорттоваров в нашем ассортименте
Спорттовары для начинающих и профессиональных спортсменов в нашем магазине
Низкокачественный инвентарь может стать препятствием во время тренировок – выбирайте качественные спорттовары в нашем магазине
Инвентарь для занятий спортом только от ведущих производителей с гарантией качества
Улучшите результаты тренировок с помощью спорттоваров из нашего магазина
спорттоваров для самых популярных видов спорта в нашем магазине
Высокое качество аксессуаров по доступным ценам в нашем интернет-магазине
Простой поиск и оперативная отправка в нашем магазине
Специальные предложения и скидки на спорттовары для занятий спортом только у нас
Улучшите свои навыки с помощью спорттоваров из нашего магазина
Широкий ассортимент для любого вида физической активности в нашем магазине
Проверенный инвентарь для тренировок спортом для детей в нашем магазине
инвентаря уже ждут вас в нашем магазине
Не пропускайте тренировки с помощью инвентаря из нашего магазина
Выгодные условия покупки на аксессуары в нашем интернет-магазине – проверьте сами!
спорттоваров для любого вида спорта по самым низким ценам – только в нашем магазине
Спорттовары для профессиональных спортсменов и любителей в нашем магазине
спортивный инвентарь http://www.sportivnyj-magazin.vn.ua.
с активной в интернет-магазине
инвентарь для занятий спортом по доступным ценам в нашем магазине
Качество и удобство в каждой детали спорттоваров в нашем ассортименте
Инвентарь для спорта для начинающих и профессиональных спортсменов в нашем магазине
Некачественный инвентарь может стать препятствием во время тренировок – выбирайте качественные спорттовары в нашем магазине
Спорттовары только от ведущих производителей с гарантией качества
Сделайте свою тренировку более эффективной с помощью спорттоваров из нашего магазина
спорттоваров для самых популярных видов спорта в нашем магазине
Высокое качество спорттоваров по доступным ценам в нашем интернет-магазине
Простой поиск и инвентаря в нашем магазине
Акции и скидки на инвентарь для занятий спортом только у нас
Улучшите свои навыки с помощью аксессуаров из нашего магазина
Широкий ассортимент для любого вида спорта в нашем магазине
Проверенный инвентарь для занятий спортом для женщин в нашем магазине
Новинки уже ждут вас в нашем магазине
Поддерживайте форму в любых условиях с помощью спорттоваров из нашего магазина
Выгодные условия покупки на спорттовары в нашем интернет-магазине – проверьте сами!
Большой выбор для любого вида спорта по самым низким ценам – только в нашем магазине
Инвентарь для амбициозных спортсменов и любителей в нашем магазине
спортивный инвентарь купить https://www.sportivnyj-magazin.vn.ua.
Say, you got a nice post.Really thank you! Much obliged.
💥แนะนำเว็ปนี้เลยจ้า💥💥ฝาก-ถอนระบบออโต้💥💥 ไม่มีขั้นต่ำไม่ต้องทำเทริน🏧💥ฝาก-ถอนเร็ว5วิ💵💵💵💥เว็ปตรงไม่ผ่านเอเย่น💥คาสิโน บาคาร่า 12ค่ายดัง💥สล็อต 18ค่าย ดังๆ แน่นๆ🎊เว็ปนี้เล่นเองเลยแชร์ต่อ#ไม่โกงแน่นอนจ้า
cheap canadian cialis online: order medication online – mail order canadian drugs
Cabura site – официальный сайт приглашает Кабура игроков онлайн игры уникальную стратегию игры , привлекать новых геймеров , радуйся каждому , зарабатывай играя
Thank you for your blog.Thanks Again. Fantastic.
buying from online mexican pharmacy: top mail order pharmacy from Mexico – pharmacies in mexico that ship to usa
Коврик для йоги: из чего сделаны самые популярные модели?
коврик для спорта https://www.kovriki-joga-fitnes.vn.ua.
Simply want to say your article is as astonishing. The clearness on your post is simply spectacular and i can assume you are knowledgeable in this subject. Well together with your permission allow me to take hold of your RSS feed to stay up to date with approaching post. Thank you one million and please keep up the gratifying work.
Yoga mat: как выбрать оптимальную толщину коврика
коврики для фитнеса https://www.kovriki-joga-fitnes.vn.ua/.
Thanks for another informative blog. Where else may I am getting that kind of info written in such an ideal approach? I’ve a undertaking that I am just now operating on, and I’ve been at the glance out for such information.
Hey! Do you use Twitter? I’d like to follow you if that would be okay. I’m definitely enjoying your blog and look forward to new updates.
İçel Psikoloji olarak, Mersin psikolog ekibimizle ruh sağlığınızı önemsiyoruz.
thx for man bro strictly happmoon in moscow. Thanks All brother.
Kış bahçemiz sayesinde evimizde bir tatil köşesi yarattık. Sessiz ve huzurlu bir ortamda kitap okumak için mükemmel bir yer.
where can i get cheap clomid without insurance: clomid best price – where can i get generic clomid without rx
Thanks. An abundance of information. aarp approved canadian online pharmacies
https://clomid.club/# clomid cheap
albuterol ventolin ventolin 8g ventolin hfa inh 18gm w/count what is the difference between ventolin and albuterol
asthma medications inhalers asthma medications over the counter how much is albuterol
Sosyal medya’da populer veya fenomen olmak istiyorsanız, ucuz takipçi sitesi igtakipcim.com
Major thanks for the blog. Really Cool.
ventolin cost uk: Ventolin HFA Inhaler – ventolin 500 mcg
https://paxlovid.club/# paxlovid generic
I’ll right away grab your rss feed as I can not in finding your email subscription hyperlink or e-newsletter service. Do you have any? Kindly allow me know so that I could subscribe. Thanks.
Türkiye Psikoloji Topluluğu Psikoloji Forum Sohbet Tartışma İs ilan Arsiv
I really like and appreciate your blog article.Much thanks again.
Keep on working, great job!
İçel Psikoloji olarak, Mersin psikolog ekibimizle ruh sağlığınızı önemsiyoruz.
Nyç Kepenk’in otomatik kepenk fiyatları piyasadaki diğer firmalara göre oldukça makul. Kalite ve fiyat dengesini çok iyi kurmuşlar. Aldığımız ürünün kalitesi fiyatını fazlasıyla hak ediyor. Uygun fiyatlarla yüksek kaliteli bir ürün arayanlara kesinlikle öneririm.
Hi there just wanted to give you a quick heads up.
Thee text in your content seem to bbe running off the screen in Ie.
I’m not sure if this is a format issue or something
to do with browser compatibility but I thought I’d post to let
you know. The design look great though! Hope you get the problem resolved soon. Thanks
My page – işitme cihazı kullananlar
ventolin 50 mcg: Ventolin HFA Inhaler – can i buy ventolin over the counter uk
fikral fıkra fıkralar komik fıkralar logo tasarımı kartvizit tasarımı hareketli banner tasarımı paylaşım görseli tasarımı
A round of applause for your article.Really looking forward to read more. Will read on…
Paxlovid buy online https://paxlovid.club/# buy paxlovid online
https://paxlovid.club/# paxlovid buy
Hey! I could have sworn I’ve been to this blog before butafter checking through some of the post I realized it’s new to me.Anyways, I’m definitely happy I found it and I’ll bebookmarking and checking back often!
generic tadalafil from uk tadalafil brands purchase peptides tadalafil
I am so grateful for your article post.Really thank you! Want more.
п»їpaxlovid: buy paxlovid – Paxlovid buy online
ivermectin kills covid ivermectin for puppies
https://wellbutrin.rest/# can you buy wellbutrin online
A big thank you for your blog article.Thanks Again. Really Cool.
Лучшее качество
Трубы из полиэтилена оптом
труба полиэтиленовая цена за метр truba-pe.pp.ua.
where can i buy cheap clomid price: Clomiphene Citrate 50 Mg – how to buy clomid without rx
Надежные материалы
трубы из полиэтилена для канализации в Москве
труба полиэтиленовая цена за метр https://www.truba-pe.pp.ua.
https://paxlovid.club/# paxlovid covid
Im obliged for the blog post.Really looking forward to read more. Really Cool.
b52 club
Thank you ever so for you article post.Really looking forward to read more. Will read on…
https://claritin.icu/# buy ventolin online uk
paxlovid india: buy paxlovid – paxlovid cost without insurance
news
Really enjoyed this article.Thanks Again. Awesome.
My brother suggested I might like this website. He was totally right. This submit actually made my day. You cann’t consider just how so much time I had spent for this information! Thank you!
farmacie on line spedizione gratuita: kamagra gel – farmacia online migliore
Muchos Gracias for your article.Really looking forward to read more. Awesome.
pillole per erezione in farmacia senza ricetta: sildenafil 100mg prezzo – viagra generico sandoz
https://sildenafilit.bid/# cialis farmacia senza ricetta
п»їfarmacia online migliore: farmacia online miglior prezzo – farmacia online migliore
farmacia online miglior prezzo: kamagra – farmaci senza ricetta elenco
viagra acquisto in contrassegno in italia sildenafil 100mg prezzo pillole per erezioni fortissime
viagra generico recensioni: sildenafil prezzo – kamagra senza ricetta in farmacia
viagra consegna in 24 ore pagamento alla consegna: viagra prezzo farmacia – siti sicuri per comprare viagra online
b52
Tiêu đề: “B52 Club – Trải nghiệm Game Đánh Bài Trực Tuyến Tuyệt Vời”
B52 Club là một cổng game phổ biến trong cộng đồng trực tuyến, đưa người chơi vào thế giới hấp dẫn với nhiều yếu tố quan trọng đã giúp trò chơi trở nên nổi tiếng và thu hút đông đảo người tham gia.
1. Bảo mật và An toàn
B52 Club đặt sự bảo mật và an toàn lên hàng đầu. Trang web đảm bảo bảo vệ thông tin người dùng, tiền tệ và dữ liệu cá nhân bằng cách sử dụng biện pháp bảo mật mạnh mẽ. Chứng chỉ SSL đảm bảo việc mã hóa thông tin, cùng với việc được cấp phép bởi các tổ chức uy tín, tạo nên một môi trường chơi game đáng tin cậy.
2. Đa dạng về Trò chơi
B52 Play nổi tiếng với sự đa dạng trong danh mục trò chơi. Người chơi có thể thưởng thức nhiều trò chơi đánh bài phổ biến như baccarat, blackjack, poker, và nhiều trò chơi đánh bài cá nhân khác. Điều này tạo ra sự đa dạng và hứng thú cho mọi người chơi.
3. Hỗ trợ Khách hàng Chuyên Nghiệp
B52 Club tự hào với đội ngũ hỗ trợ khách hàng chuyên nghiệp, tận tâm và hiệu quả. Người chơi có thể liên hệ thông qua các kênh như chat trực tuyến, email, điện thoại, hoặc mạng xã hội. Vấn đề kỹ thuật, tài khoản hay bất kỳ thắc mắc nào đều được giải quyết nhanh chóng.
4. Phương Thức Thanh Toán An Toàn
B52 Club cung cấp nhiều phương thức thanh toán để đảm bảo người chơi có thể dễ dàng nạp và rút tiền một cách an toàn và thuận tiện. Quy trình thanh toán được thiết kế để mang lại trải nghiệm đơn giản và hiệu quả cho người chơi.
5. Chính Sách Thưởng và Ưu Đãi Hấp Dẫn
Khi đánh giá một cổng game B52, chính sách thưởng và ưu đãi luôn được chú ý. B52 Club không chỉ mang đến những chính sách thưởng hấp dẫn mà còn cam kết đối xử công bằng và minh bạch đối với người chơi. Điều này giúp thu hút và giữ chân người chơi trên thương trường game đánh bài trực tuyến.
Hướng Dẫn Tải và Cài Đặt
Để tham gia vào B52 Club, người chơi có thể tải file APK cho hệ điều hành Android hoặc iOS theo hướng dẫn chi tiết trên trang web. Quy trình đơn giản và thuận tiện giúp người chơi nhanh chóng trải nghiệm trò chơi.
Với những ưu điểm vượt trội như vậy, B52 Club không chỉ là nơi giải trí tuyệt vời mà còn là điểm đến lý tưởng cho những người yêu thích thách thức và may mắn.
migliori farmacie online 2023: kamagra gel – farmacia online migliore
https://avanafilit.icu/# п»їfarmacia online migliore
farmacia online: kamagra gel – farmacie online autorizzate elenco
Highly energetic article, I enjoyed that a lot. Will there be a part 2?
farmacie on line spedizione gratuita: kamagra gold – acquistare farmaci senza ricetta
farmacia online miglior prezzo kamagra gold farmacia online piГ№ conveniente
comprare farmaci online all’estero: farmacia online spedizione gratuita – farmacia online migliore
farmacia online: kamagra gel prezzo – farmacia online migliore
farmacie online sicure: Farmacie a roma che vendono cialis senza ricetta – top farmacia online
This website was… how do you say it? Relevant!! Finally I have found something
which helped me. Thanks!
acquisto farmaci con ricetta: cialis prezzo – comprare farmaci online con ricetta
top farmacia online: comprare avanafil senza ricetta – comprare farmaci online con ricetta
viagra prezzo farmacia 2023 viagra senza ricetta cerco viagra a buon prezzo
farmaci senza ricetta elenco: farmacia online spedizione gratuita – farmaci senza ricetta elenco
farmacia online migliore: kamagra gel – farmacia online miglior prezzo
Hey very nice web site!! Guy .. Beautiful .. Amazing .. I will bookmark your web site and take the feeds also? I am satisfied to find numerous useful information here in the post, we’d like develop more strategies in this regard, thank you for sharing. . . . . .
farmaci senza ricetta elenco: avanafil – comprare farmaci online all’estero
farmacie online sicure: kamagra oral jelly – farmacia online miglior prezzo
Some truly interesting info , well written and broadly user genial.
comprare farmaci online con ricetta: kamagra gel – farmacie online affidabili
ivermectin 3 ivermectin – ivermectin tablets uk
Непревзойденный комфорт с ортопедическими стельками
arvitum стельки http://ortopedicheskie-stelki-2023.ru/.