

শেলী নাজ

কলা অনুষদ
নিষাদ গোত্রের শিক্ষকেরা এসে পড়ায় এ কলা অনুষদে
ভাঁজ খোলে ছন্দদেবী চোষট্টি কলায়, অতলান্তিক সে হৃদে
বালিকারা কোনদিন পারেনি খুলতে জট বটের ঝুড়ির
শেকড়ের গায়ে গায়ে লেগে থাকে মৃদুজল মাতামুহুরির
শিবের মন্দির থেকে মন্ত্র জানা সর্প এসে আলাপ জমায়
আঙ্গুল পড়ায়, পড়তে শেখায় প্রত্নকলা মেসোপটেমিয়া
প্রথম সবক দেয়া তাম্র ও খরোষ্টীলিপি, সারারাত পিপাসার্ত
সন্ধ্যার রেঁস্তোরা, ঘন হট্টগোলে ডুবে থাকা বোঁভোয়া ও সার্ত্র
কৃষ্ণরাজ সেচকাজে শেখায় দক্ষতা, যেন প্রেমের পুরুত
ব্ল্যাকবোর্ড থেকে উড়ে আসে চক আর মন খারাপের গুঁড়ো
শরীরে সঙ্গীত বাজে, ধক ধক বয় রক্ত টিচার্স ক্যাফেতে
টাটকা বারবিকিউ, বহুপদে ছাত্রীগণ সাজিয়েছে ব্যুফে
বালিকারা মনোযোগী, ঢেলে দেয় মেধা, মন, সময় ও স্বত্ব
কলাবিদ উড়ে যায়, দেহজুড়ে নিরিবিলি কাঁদে ভাষাতত্ত্ব
শিক্ষকমণ্ডলী ভালো, ছাত্রীরা নিখাদ বোকা গলে শোনে স্তব
ক্লাসরুম ঢেকে দেয় বৃতি আর বৃন্তচ্যুত ফুলের স্তবক

উত্তম পুরুষ
তোমার বাঁদিকে এক বেশ্যালয়, ডানে ধর্মসঙ্গীত, মন্দির
পিপাসার পাকদণ্ডি বেয়ে তুমি মাঝামাঝি, আছ প্রথাবন্দি
মাস্তুলে তুফান এসে অশনি-সংকেতভরা মেঘকে পাঠাক
চুম্বক দুদিকে টানে, সমুদ্রবণিক জানে কম্পাস কাঁটাকে
সামাজিক মানুষেরা পর্দাঘেরা, টালিছাদে টেনে রাখে আব্রু
মধ্যপন্থী পায় গন্ধবহ সঙ্গম-তাড়না ; বীর্য আর ভ্রুণ
বাঁদিকে রহস্য-বন, নরক দরজা আর ডাইনীর সভা
মায়াগৃহ খুলে মধ্যবর্তিণী পেতেছে গোলাপি বেডকভার
গির্জার চুড়োকে ছোঁও, মাংসের পলল স্তরে দূর্গ গেড়ে বস
ডানের সন্ন্যাস আসে, রুদ্রাক্ষের মালা হাতে গেরুয়া বসন
তোমারই দেবালয়, বেশ্যাপাড়া, মসজিদ… শেষ আর শুরু
নারী অধঃস্থিত, রুদ্ধ; সর্বত্র প্রবেশ্য তুমি উত্তম পুরুষ!


শেলী নাজ
জন্ম : ১১ মার্চ ১৯৬৯, হবিগঞ্জ।
প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মাস্টার্স অফ ইন্টারন্যাশনাল কমিউনিটি ডেভেলপমেন্ট, ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া। ডক্টরাল স্টুডেন্ট, সুইনবার্ন বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া।
প্রকাশিত বই
নক্ষত্র খচিত ডানায় উড্ডীন হারেমের বাঁদি : অপরাজিতা : ২০০৪
বিষাদ ফুঁড়ে জন্মেছি বিদ্যুৎলতা : ম্যাগনাম ওপাস : ২০০৬
শেকলে সমুদ্র বাজে : অনন্যা : ২০০৭
মমি ও মাধুরী : ম্যাগনাম ওপাস : ২০০৯
চর্যার অবাধ্য হরিণী : পাঠসূত্র : ২০০৯
সব চাবি মিথ্যে বলে : ম্যাগনাম ওপাস : ২০১১
সূচের ওপর হাঁটি : বেঙ্গল পাবলিকেশন : ২০১৩
পুরুষসমগ্র : অ্যাডরন পাব্লিকেশন : ২০১৫
You suggested this terrifically! https://definitionessays.com/ purchase dissertation