কবিতা : শাহীন রেজা

শাহীন রেজা

তামাদি মার্বেল

খেলার ছলে কাছাকাছি আসতেই তোমার দুটি চোখ মার্বেল হয়ে গেল।

যখনকার কথা বলছি তখন তুমি ফ্রক ধরেছ,
আমরা আড়ালে আবডালে মার্বেল নিয়ে কথা বললেই তোমার কান খাড়া হয়ে উঠতো আর তুমি সবার চোখ এড়িয়ে তাকাতে নীচের দিকে;
তোমার লক্ষ্য যে বুকের উপরে ভাঁজ করা সেই কাপড়খন্ডটা তা না দেখেও বুঝে নিতে আমাদের কষ্ট হতো না।

তোমার সাথে মার্বেল খেলার সাধ আমার হয়নি কোনদিন, মার্বেল-মার্বেল খেলায় তোমার পার্টনার ছিল অন্য কেউ। আমি কেবল মাঠ থেকে মার্বেল কুড়িয়ে তোমার দুধরঙ হাতে তুলে দিতাম মাত্র।

মনে আছে, সেদিন কাছে আসতেই তোমার মার্বেল-চোখ আমাকে ছোবল দিয়েছিল। সে থেকেই মার্বেলে আমার ভীষণ ভীতি। আমার জীবনে অলিখিত ভাবে নিষিদ্ধ মার্বেল-মার্বেল খেলা। সেই থেকে শুরু কবির সন্যাস।

This image has an empty alt attribute; its file name is ttttt888-1024x200.jpg

কলকাতা

শ্যামাচরন স্ট্রিট দিয়ে হেঁটে যাবার সময় হলুদ শেমিজকে দেখলাম, আহা ট্রামের পাশে যেন একখানা শর্ষে ক্ষেত। আমি চোখ বন্ধ করতেই কানে এসে বাড়ি দিল সেই আলো-ফুলের মাদক গন্ধ; একটা ইন্দ্রিয় অচল থাকলে অপর ইন্দ্রিয়গুলো না’কি বেশি কার্যকর হয়।

আমি শর্ষে ফুলের পিছু পিছু হাঁটা শুরু করলাম।
আমার মাথার উপর তখন সূর্য স্থির,
প্রচণ্ড তাপেও সমস্ত শরীরে যেন মাঘের থাবা,
আমি কাঁপতে কাঁপতে ঘামে ভেজা শেমিজের
নীচে ঢুকে পরলাম একখণ্ড উষ্ণতার জন্য।

আহা হলুদ শেমিজ পুরুষ-ছোঁয়ায় গলে গলে কেমন একথালা আইসক্রিম হয়ে গেল।
হলুদের ভেতর চোখ ডোবাবার জন্য ছুটে এলো
একঝাঁক হুলোমৌমাছি, আমি মনের দরজা বন্ধ করে হঠাৎ বাতাস হয়ে উঠলাম।
পৃথিবীর সকল বাতাসে ঘুড়ি ওড়ে, মেঘ-গুড়গুড় আওয়াজ বৃষ্টি নামায়।

শেমিজের দেহ নিয়ে আমার সামনে দিয়ে
উড়ে যাওয়া হলুদ দুপুর আমাকে শোনালো
মাছির অর্কেস্ট্রা আর আমি যেন বৃশ্চিক বাঁশি ;
কেবলই ডাকের পালা, বিষন্ন যোনীতে আঁকা কলকাতা-কলকাতা।

This image has an empty alt attribute; its file name is ttttt888-1024x200.jpg

অন্যরকম

ভালোবাসা কাঁচাপাকা আম
তুমি মুখে দিলে মিঠা
আমি দিলে টক
টকমিষ্টি টকমিষ্টি টকমিষ্টি…

ভালোবাসা ও পাড়ার ভোলা
সারাদিন ঘেউ ঘেউ
এ পাড়ায় এলেই রঘুর ভীতি
বেসুমার চুপচাপ

ভালোবাসা তো ইকরি মিকরি
চামচিকা চামচিকা
তোমার ফুলে ওঠা ঠোঁট
আমার বাঁকানো গ্রীবা

ভালোবাসা শুধু ঘুরপাক ঘুড়ি
আরশোলা টিকটিকি
সোনালি রূপালি ঢেউরোদ
আলোভাঙা জলভাঙা।

This image has an empty alt attribute; its file name is MANGROVE.jpg
This image has an empty alt attribute; its file name is 2278.jpg

শাহীন রেজা

জন্ম : ২৯ মে ১৯৬২ পিরোজপুর জেলার পুখরিয়া গ্রামে।

প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ২৯ । কবিতা ছাড়াও ছড়া, প্রবন্ধ, গল্প মিলিয়ে তার অন্যান্য প্রকাশনার সংখ্যা ৭ । প্রথম কবিতার বই বের হয় ১৯৮২ সালে, বইয়ের নাম অগ্নির স্রোতে জল। লেখালেখির শুরু ছড়া দিয়ে, স্কুল জীবনে। এরপর কবিতায় স্থিত হন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, হরিণ আলোয় কাচ চোখ, দ্বিতীয় দরোজা, শরতেও মেঘ নামে, নারী কাব্য, পাখি চলে গেলে কবি বড় একা, প্রজাপতি ও বালিকারা, অসতর্ক জোছনায়, নির্বাচিত কবিতা, এসেছ কি ভুল চাঁদ পৌষের ঘরে, selected poems ইত্যাদি।

কবিতায় বিশেষ অবদানের জন্য লাভ করেছেন, বন্দেআলী মিয়া স্মৃতি পুরস্কার, সুকান্ত স্মারক সম্মাননা, ঢাকা পোস্ট স্বর্ণপদক, কীর্তনখোলা পদক, সাহিত্য দিগন্ত স্মারক সম্মাননা, ইউকে বেসড পত্রিকা হোয়াটসঅন প্রবর্তিত রাইটার অব দ্য ইয়ার সম্মাননা , ক্যামব্রিয়ান কালচারাল একাডেমি এওয়ার্ড প্রভৃতি।

পেশাগত জীবনে সাংবাদিকতা ও মিডিয়ার সাথে জড়িত কবি শাহীন রেজা সম্পাদনা করছেন দৈনিক মুক্ততথ্য নামক একটি জাতীয় দৈনিক।

কবিতা বিষয়ক পত্রিকা কবি এবং কবিতার সম্পাদক।

About S M Tuhin

দেখে আসুন

কবিতা : রনি অধিকারী

কবিতা রনি অধিকারী ১ নারীর নাম নদী এই পথ মিশে যায় নদী জল অথৈ সমুদ্দুর …

32 কমেন্টস

  1. Very soon this web site will be famous among all blog visitors, due to
    it’s pleasant content

  2. https://cialiswbtc.com/ where to buy cialis without prescription

  3. tadalafil without a doctor prescription lowest price cialis

  4. provigil 100mg generic provigil 100mg price order modafinil pill

  5. buy provigil 200mg generic modafinil cheap generic provigil 200mg

  6. when Will Cialis Be Available Without A Prescription?

  7. how Long Does It Take Cialis To Work?

  8. how Long Before Cialis Is Effective?

  9. buy provigil 100mg sale modafinil 200mg sale buy modafinil 200mg pills

  10. Cialis Vs. Viagra Which Is More Effective?

  11. which Has Worse Side Effects , Viagra Or Cialis?

  12. I added blueberries, a squeeze of fresh lemon and ice to the smoothie zithromax tripac

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *