কবিতা : তাহমিনা কোরাইশী

কবিতা

This image has an empty alt attribute; its file name is T-Q.jpg


তাহমিনা কোরাইশী

This image has an empty alt attribute; its file name is MANGROVE.jpg

অচেনা বৈশাখ

যদিও সমতলে নেই বৈশাখী বার্তা
ঐ দূর পাহাড়ের গাঁয়ে গাঁয়ে চলছে বিজু উৎসবের আয়োজন
বিরহে বেদনায় মূহ্যমান যদিও মানুষ
তবুও তো এসেছে পূর্ণিমা ছড়িয়ে মুঠো মুঠো জীবনের স্পন্দন
চমকে চকিত দিগ্বদিক বিস্তৃত আলোয় আলোয়
আসে অমানিশা ডাকে গোপন অভিসারে পাহাড় বন বনান্তর
লতাগুল্ম ঝোপঝাড় রঙ বেরঙের বুনো ফুল বাতাসে দোল খায় ভাটফুল অনাবিল
তবুও নেই আজ পান্তা ইলিশের বিলাসি হৈ চৈ উপকরণ

বহু বহু যুগ পরে আজ এ কেমন বিরস অসাড় বিরহী বৈশাখ
বদলে গেছে পৃথিবী করোনার করাল গ্রাসে
গৃহবন্দী খাঁচার জীবন , সভ্যতার কি নিদারুণ নির্মম পরিহাস!
প্রকৃতি বুঝি এবার নিজের হিসেব কড়ায় গন্ডার বুঝে নেবে
আজ বন্দী মানুষ সাথে যানবাহন যত কার্ম কান্ড চুকিয়ে গৃহকোণ
প্রকৃতিতে পূর্ণ যৌবন সেজেছে সে আজ পহেলা বৈশাখী সাজে
বায়ুমন্ডল দোষণমুক্ত ওজনস্তরে নেই বিষাক্ত কার্বণ জল সমুদ্দুর
নদী দীঘি বন বনান্তর পশু পাখিদের অবাধ বিচরণ
সমুদ্রে হৈহুল্লোড়ে মেতেছে ডলফিন সৈকতের অভয় অরণ্যে
সদলবলে লাল কাকড়ার দলের গোল্লাছুট খেলা
বালিয়াড়িতে ছেয়ে গেছে সাগরলতা এবং ফুল প্রজাপতি অপরূপ
যে যার মত করে উৎযাপন করছে বুঝি বৈশাখ

এসো হে বৈশাখ সাজিয়ে দাও আকাশ বাতাস
গাছ পালা লতা গুল্ম জল স্থল সমুদ্দুর পশুপাখির বন বনান্তর
কি করবে এখন মানুষ?

This image has an empty alt attribute; its file name is MANGROVE.jpg

ঘুমাতে বলোনা

ঘুমুতে বলোনা আমায়, ঘুমুতে বলোনা আমায়
অনন্তকাল সে ঘুমেই তো ছিলাম
এক মুহুর্তের উদোম হাওয়া মেলে দিল আঁখি
ভুলে গেছি কলতান-কলরব, ভুলে গেছি নিশীথ নিবিড় নীরবতা
জপেছি মন্ত্র অহর্নিশি সে তো তোমারই….
যেমন করিছে পাঠ চন্দ্র সুরুজ গ্রহ নক্ষত্র তারা
বৃক্ষলতা গুল্ম ফুলপাখী, পাহাড় নদী সমুদ্দুর সারা।

ভুলে গেছিপূর্ব-পশ্চিমউত্তর-দক্ষিণ
ঈশাণ কোণে মেঘপুঞ্জীধরা
ভুলে গেছি বসতভিটা
ভুলে গেছি সেই ঘুমের রাজা কুম্ভকর্ণের ঠিকানা
দু’চোখের পাতা এক হলেই কি ঘুম বলে তারে ?

দিব্য চোখে বিম্ব প্রতিবিম্ব বিম্বিত
সে এক রূপের আধার অপরূপ তুমি
ব্যাকুল আমি বিশ্বমেলায় দেহ-মন অবয়ব হেঁটে চলে
পথভ্রষ্ট বা পাগল আমায় বলে কেউ
ঘন কৃষ্ণকায় সে সময় মন্ত্র আওড়াই
চলি আপন বলয়ে নিত্যই
আমার পিছু আমি ছুটে চলি
কখনও পাই তারে কখনও হারাই
কখনও হারাই ফিরে পেতে চাই।

তাহমিনা কোরাইশী

ঢাকার শান্তিনগরে ১৪ই নভেম্বর ১৯৫৪ সালে জন্ম। পিতৃনিবাস পাবনা। পিতা-লুৎফর রহমান খান (প্রয়াত) মাতা-সমাজসেবী নূরজাহান খান, স্বামী মুক্তিযোদ্ধা ওমর কোরাইশী (প্রয়াত) । পুত্রত্রয়: তানভীর, তানিম, তাওসীফ। পুত্রবধূ: মৌসুমী, মাহেনূর এবং নাতনী: সামারা ও আফশীন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস – এ কমার্শিয়াল কর্মকর্তা হিসাবে দীর্ঘ সাতাশ বছর চাকরি করে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন। বেশ কছিু দেশে ভ্রমণ করছেনে। তাঁর প্রকাশতি গ্রন্থরে সংখ্যা ২৭।

প্রকাশিত বইগুলো
প্রকাশিত শিশুতোষ ছড়া বই :
ছড়ার ঝুড়ি, মেঘের ঘুড়ি, হৈহুল্লোড় , ছড়া আমার খেলার সাথী, টাপুর টুপুর মিষ্টি দুপুর , ছড়া যত মজা তত, রঙধনু প্রজাপতি, ছড়ার বনে হারিয়ে যাবো ।

প্রকাশিত কিশোর গল্প:
বামন মামা, পল্টুর কাঁঠাল চুরি, ফুলপরীদের দেশে (বাংলাদশে শশিু অ্যাকাডমেি থকেে প্রকাশতি-২০১৬), বত্রিশ নম্বর বাড়ি ও মুক্তিযুদ্ধ ।

প্রকাশিত গল্প গ্রন্থ:
অমানিশার আগুন, হলদে পাতার গুঞ্চন, কুয়াশার দেওয়ালে যে সূর্য, চেনা মুখ অচেনা আলোয়, অহল্যা যামিনী, আয়না ।

প্রকাশিত কাব্যগ্রন্থ:
তখন এখন, দিনের পায়ে বেঁধেছি নূপুর, জলেই জ্বেলেছি আগুন, খোলা চিঠি , ফিরে কি আসা যায় , হঠাৎ তোমাকে দেখা,
নির্বাচিত কবিতা, তাহমনিা কোরাইশীর ১০০ কবতিা ।

প্রকাশিত উপন্যাস:
যে জলে চন্দন ঘ্রাণ

পুরস্কার ও সম্মাননা
১. আশরাফ সিদ্দিকী ফাউন্ডেশন পদক
২. নবকল্লোল সাহিত্য সম্মাননা
৩. জসীম উদ্দীন স্বর্ণপদক (ফরিদপুর)
৪. বাংলা সাহিত্য পদক (পদক) বাংলাদেশ কবিতা সংসদ)
৪. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী পুরস্কার (সিরাজগঞ্জ)
৬. জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত প্রবন্ধে প্রথমস্থান অধিকার করে ততকালিন শিক্ষামন্ত্রি জনাব ইউসুফ আলীর হাত থেকে পুরস্কার গ্রহণ।

প্রচারিত নাটক (টেলিফ্লিম)
১. অন্তহীন ভালোবাসা (মুক্তিযুদ্ধ ভিত্তিক) প্রচারিত হয়েছে চ্যানেল আইতে

About S M Tuhin

দেখে আসুন

কবিতা : রনি অধিকারী

কবিতা রনি অধিকারী ১ নারীর নাম নদী এই পথ মিশে যায় নদী জল অথৈ সমুদ্দুর …

98 কমেন্টস

  1. https://nextadalafil.com/ where to buy generic cialis online safely

  2. viagra sildenafil citrate tablets webmd sildenafil

  3. when will teva’s generic tadalafil be available in pharmacies indian cialis tadalafil

  4. sildenafil 20 mg for erectile dysfunction how does sildenafil work

  5. pharmacy technician jobs in canada buy drugs canada

  6. Great goods from you, man. I have bear in mind your stuff previous to and you are just extremely magnificent. I actually like what you’ve obtained right here, certainly like what you’re saying and the way in which you say it. You are making it entertaining and you still take care of to keep it wise. I cant wait to read much more from you. That is actually a wonderful web site.

  7. pharmacy technician training program online canadian online pharmacy

  8. Cialis Takes How Long To Take Affect?

  9. provigil for sale order modafinil online oral provigil 200mg

  10. what Does Cialis Cost Per Pill?

  11. what Is A Generic Name For Cialis?

  12. order propecia online The mixture was then further mixed using Ultra Turrax IKA, Staufen, Germany for 10 min at 13, 000 rpm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *