
তারেক আহসান

পথ ও পথস্রষ্টা
পায়ের তলায় পিষ্ট হতে হতে দগ্ধ যে পথটিকে দেখছ
তারও স্রষ্টা আছে!
দৈবাৎ দেখা হয় সেই ঈশ্বরের সঙ্গে!
এ পথ, ও পথ- নারীর সিঁথির মতো কাব্যময় সব পথেই
তাঁর অবাধ বিচরণ।
কখনো কখনো চিরকালীণ ব্যাপ্তির অপার অনুভবে ভিন্নতা আসে
এবং ভিন্নতা আসে কবিতার উপল-বিকীর্ণ
পথের জন্ম-সৃষ্টির রহস্যেও।
ব্যপ্ত হাহাকার কিংবা প্রাণান্তকর সেই পথের ডাকে
কেউ হাঁটেন, কেউ দৌড়ান, কেউ বা আবার রেসে নামেন।
সর্বত্র ইঁদুর-দৌড়; কোথাও বিনয় নেই!
সৃষ্টির আকাঙ্ক্ষায়-
ভূতগ্রস্ত পাহাড়চূড়া থেকে নেমে আসছে যে জলরাশি
তা-ও পথের সন্ধানেই!

তরুণ কবির প্রতি
তরুণ কবিকে সবিনয় জিজ্ঞাসা : ফুটেছ কোন্ বনে?
সন্ধ্যামালতী নাকি জারুলে?
মেতেছ কী কারণে? জীবনমন্থন বিষ কেন করেছ পান?
সর্বনাশের নেশায়? তীর্থের কাক হয়ে অপেক্ষা কর
ঐশী বাণীর আশায়? নাকি-
বোশেখ ফুরালেই যাবে চলে, ভূষণ্ডীর কাক?
অতীত পতিত নাকি জ্যান্ত, হৃদয়ে মুদ্রিত?
আত্নতত্ত্বে বিত্তশালী- প্রচারপটু?
চর্চা চলবে কীভাবে- বালখিল্যতায় নাকি পরচর্চায়?
শব্দের রাখাল?
বিশদে কী আবাদ করো- দেহতত্ত্ব না কাব্যতত্ত্ব?
কোন্ দলের সমর্থক?
তত্ত্ব কপচানো কাব্যবিশারদ নাকি ছন্দবিশারদ?
মুখ্যত-
মায়ের আঁচল ছাড়ার বয়স হয়েছে?
এখনই-যে কবিতাবৌয়ের কাঁচুলি খোলার সাহস দেখাও!

আমার অক্ষমতা ও সক্ষমতার গল্প
বিদ্যা-বুদ্ধিতে খারাপ ছিলাম না কোনও কালেই
ভাগ্য-বিড়ম্বনা ও শকুনি মামা-র বদান্যতায়
বেকারত্বের অভিশাপ তবু পিছু ছাড়ে নি!
মায়ের পীড়াপীড়ি সত্ত্বেও, আরামপ্রিয় এই আমি
বাবার কৃষিজমিতে নামতে পারিনি-
এমনকি দেখেও রাখতে পারিনি
উৎপাদিত শস্যপণ্য!
মনঃসংযোগে ঘাটতি ছিল অনেক অনেক…
একদিন বাবার প্রচণ্ড রাগ হলো আমার উপর
অনন্যোপায় হয়ে,
আমাকে বসিয়ে দিলেন ছাদনাতলায়;
আমিও মহাখুশি, ব্যস বসে গেলাম।
আর সেই থেকে-
মানুষ উৎপাদনেই মনোযোগী হলাম!
এখন আমার ঘরভরতি
মানুষ আর মানুষ
এখন তাদের চোখে-চোখে দেখে রাখতেই
উড়ে যায় প্রিয় আরামের ফানুস!

অকাল প্রয়াত কবিদের স্মরণে
অসম্ভব কিছুই না-
একদিন আমিও অকাল প্রয়াত তরুণ কবির খাতায়
নাম লেখাতে পারি!
কানামাছি খেলার পাঠ চুকিয়ে
ভাগ্যগুণে হয়েও যেতে পারি কীট্স-সুকান্তের
সহ-বাসিন্দা!
খুব জানতে ইচ্ছে হয়-
কীট্স-ফ্যানির কি এখনও প্রেমের চিঠিতে কিংবা
উড়োমাধ্যমে কথা হয়?
আর-
ওয়েব ক্যামেরায় কি সুকান্ত দেখেন
পূর্ণিমার চাঁদ কীভাবে গণতন্ত্রের ঝলসানো রুটি
হয়ে যাচ্ছে?
ঔৎসুক্য মেটাতে, আত্মজিজ্ঞাসুর তীক্ষ্ণ দৃষ্টিতে
একটু আগেভাগেই জেনে রাখা ভাল!

আত্নসমালোচনা
কবিতার ব্যবচ্ছেদ করতে করতে কখন-যে
কবিতার সতিচ্ছেদ করে ফেলেছি বুঝে ওঠিনি।
সময়ের ধারাপাত খুলে দেখি সব বয়ে গ্যাছে
মিনিট-সেকেন্ডের কাটারা সব অবসাদগ্রস্ত ;
শূন্য সব শূন্য- পড়ে আছে রতিহীন ঋতুবর্ষে।
স্বরচিত কারাবাস শেষে পাখা মেলে প্রজাপতি
মন। ওড়ে আসে মূর্ত বন্দনার বিনয়-সারস;
জল-তরঙ্গে প্রবল নাচে রঙ্গীলা নারীর বুকে।
উৎসব শেষে কানে বাজে সৃষ্টির শুভ্র বৈভব
বিষাদের ভায়োলিন বেজে বেজে ক্লান্ত-শান্ত হয়
সাতরঙা আকাশের গায়ে কেবলই শাদা শোক
জানতে চাই না আজকাল, মনে যেন সুপ্ত ভয়।
কবির তৃষ্ণার কাছে পরাজিত জল ও জৌলুশ
বোধিভ্রম-ক্ষণে শুধু হয়ে যায়- কবিতাভ্রমর।

মানুষ
অন্তঃসারশূন্য এ সমাজে
সর্বত্র মানস দেখি, মানুষ দেখি না কোথাও!
মসজিদে গেলাম, বললো জিন্দা হুজুর-
মানুষ দেখিনা কোথাও!
মন্দিরে গেলাম, বললো যজ্ঞেশ্বর-
মানুষ দেখিনা কোথাও!
অতঃপর-
মসজিদ থেকে বেরিয়ে এলো যে লোকটি
তাঁকে জিজ্ঞেস করলাম : কে তুমি?
উত্তরে বললেন- মুসুল্লি।
মন্দির থেকে বেরিয়ে এলো যে লোকটি
তাঁকে জিজ্ঞেস করলাম : কে তুমি?
উত্তরে বললেন- পূজারী।
কেউ বলে না আমি ‘মানুষ’
সবাই উড়ায় ‘ধর্মের ফানুস’
আফসোস… আহা, আফসোস…
পাহাড় পর্বত ফুল ফল তরুলতা,
কেউ ভাঙেনা নিরবতা;
কেউ বলে না- দেখেছি, আমি দেখেছি
ওই মানুষটিকে-
যে মানুষটি কাঁদে না, শুধু হাসে
মানুষকে ভালোবেসে।
অতঃপর আমিই আমাকে জিজ্ঞেস করলাম
- কে আমি?
- আমি কি মানুষ?
– নাকি ধর্মের ফানুস?
আমার আমি উত্তরে বলে- জানিনা…!
- আমি কি মানুষ?

https://cialisvet.com/ cialis without a prescription
tadalafil dosage side effects of tadalafil
side effects for tadalafil cialis tadalafil
cialis cost where to buy tadalafil on line
cialis without a prescription tadalafil cost in canada
cialis cost tadalafil cost walmart
Heya i’m for the first time here. I came across this board
and I find It really useful & it helped me out a lot.
I hope to give something back and aid others like you aided me.
tadalafil online with out prescription cialis without prescription
side effects for tadalafil https://extratadalafill.com/
generic tadalafil from uk tadalafil drug
tadalafil online buy tadalafil
tadalafil buy cialis pills
cialis tadalafil prescription tadalafil online
side effects for tadalafil https://cialisusdc.com/
tadalafil generic cialis at canadian pharmacy
cialis without a prescription tadalafil dosage
canada generic tadalafil cialis tadalafil
https://cialisicp.com/ tadalafil cialis
tadalafil order online no prescription canada generic tadalafil
tadalafil drug buy cialis
https://cialisvet.com/ cheap generic cialis for sale
buy cialis https://cialisusdc.com/
I just could not depart your site prior to suggesting that I actually enjoyed the standard info a person provide for your visitors? Is going to be back often to check up on new posts
buy modafinil 100mg generic brand modafinil 200mg modafinil ca
buy provigil provigil drug purchase provigil online cheap
purchase modafinil pills order provigil online
levitra Or Cialis Which Is Better?
order provigil 200mg sale cost provigil 100mg
what Does Cialis Cost?
why Does Cialis Not Work For Me?
how Long Till Cialis Starts Working 100%?
Adjuvant trastuzumab therapy for patients with human epidermal growth factor receptor 2 positive disease was permitted, although it was not considered as chemotherapy is viagra safe for heart patients Most cats have a more rounded back when they re pooping and a flatter back when urinating