

ইফতেখার হালিম

অনবদ্য প্রেমের কাব্য
বৈষম্যের প্রাচীর উঁচু হচ্ছে অনায়াশে
কষ্টের গল্প হচ্ছে বড়
কার কথা বলব-
নদীভাঙা অসহায়দের
মাটিকাটা বিধবা শ্রমিকের
না যৌতুকের জন্য তাড়িয়ে দেয়া
ইটভাঙা নারীর কথা।
ভাঙছে ঘর
ছিন্ন হচ্ছে সম্পর্ক
ছলনায় ও শঠতায় দূষিত ভালোবাসা
পথে পথে মিথ্যার ভাষা ধূলির মতো উড়ে
প্লাটফরমে বঞ্চিত মানুষের দীর্ঘ মিছিল।
দিন দিন বাড়ছে কান্না
সংবাদে ছাপা হচ্ছে প্রতিদিন
ধর্ষিতার শিরোনম
গভীর রাতে বিরহের বাঁশি হয় করুণ
বিপর্যস্ত মানুষ ভুলে গেছে প্রতিবাদ
এসব দুঃখগাথা কাহিনি শুনতে চাই না
চাই অনবদ্য প্রেমের কাব্য।

আয়ুর অবশিষ্ট উৎসব
চার দেয়ালে বন্দি আজ
অলিগলি
পথে পথে মৃত্যু দুর্দান্ত দাপট
সীমাবদ্ধতার জীবন খুঁটে খুঁটে নিঃশেষ করছে
ঘুণ পোকা
নিস্তদ্ধতার রাত মেঘের মতো গলে গলে
শূন্যতার ঢেউ সমবেত হচ্ছে রুদ্রতায়
অসমাপ্ত কবিতা চৈত্রের বৃক্ষের মতো
নগ্নতায় নতজানু
আবেগের চুমু পড়ে থাকে অবহেলায়
দূরত্বের সীমানায় প্রিয়মানুষ স্পর্শহীন
চোখে জলের নদী কলকল শব্দে কাঁদে-
জিয়ল স্বপ্নগুলো মৃত্যু স্রােতে
হাবুডুব খায়
বাইলজির চর্চা খুঁজে পায় না সম্ভাবনার জানালা
প্রার্থনার ভাষা এখন অচল
চতুর্দিকে কান্নার উৎসব
জীবন-মৃত্যুর টানাপোড়নে বাড়ছে দুঃখ
অতঃপর অজানা থাকে আয়ুর অবশিষ্ট উৎসব।


ইফতেখার হালিম
জন্ম ১৯৬২ সালের ১৭ ফেব্রুয়ারি।
পৈতৃক নিবাস ময়মনসিংহের ঈশ^রগঞ্জ উপজেলার বৃ-কাঠালিয়া গ্রামে
ইফতেখার হালিম নামে কবি পরিচিতি পেলেও তাঁর প্রকৃত নাম মোঃ আবদুল হালিম
রেলভবন, ঢাকায় কর্মরত
প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৬টি (শিশুতোষ ৬টি)