কবিতা : ইফতেখার হালিম

This image has an empty alt attribute; its file name is M.jpg

ইফতেখার হালিম

This image has an empty alt attribute; its file name is MANGROVE.jpg

অনবদ্য প্রেমের কাব্য

বৈষম্যের প্রাচীর উঁচু হচ্ছে অনায়াশে
কষ্টের গল্প হচ্ছে বড়
কার কথা বলব-
নদীভাঙা অসহায়দের
মাটিকাটা বিধবা শ্রমিকের
না যৌতুকের জন্য তাড়িয়ে দেয়া
ইটভাঙা নারীর কথা।

ভাঙছে ঘর
ছিন্ন হচ্ছে সম্পর্ক
ছলনায় ও শঠতায় দূষিত ভালোবাসা
পথে পথে মিথ্যার ভাষা ধূলির মতো উড়ে
প্লাটফরমে বঞ্চিত মানুষের দীর্ঘ মিছিল।

দিন দিন বাড়ছে কান্না
সংবাদে ছাপা হচ্ছে প্রতিদিন
ধর্ষিতার শিরোনম
গভীর রাতে বিরহের বাঁশি হয় করুণ
বিপর্যস্ত মানুষ ভুলে গেছে প্রতিবাদ
এসব দুঃখগাথা কাহিনি শুনতে চাই না
চাই অনবদ্য প্রেমের কাব্য।

This image has an empty alt attribute; its file name is MANGROVE.jpg

আয়ুর অবশিষ্ট উৎসব

চার দেয়ালে বন্দি আজ
অলিগলি
পথে পথে মৃত্যু দুর্দান্ত দাপট
সীমাবদ্ধতার জীবন খুঁটে খুঁটে নিঃশেষ করছে
ঘুণ পোকা
নিস্তদ্ধতার রাত মেঘের মতো গলে গলে
শূন্যতার ঢেউ সমবেত হচ্ছে রুদ্রতায়
অসমাপ্ত কবিতা চৈত্রের বৃক্ষের মতো
নগ্নতায় নতজানু
আবেগের চুমু পড়ে থাকে অবহেলায়
দূরত্বের সীমানায় প্রিয়মানুষ স্পর্শহীন
চোখে জলের নদী কলকল শব্দে কাঁদে-

জিয়ল স্বপ্নগুলো মৃত্যু স্রােতে
হাবুডুব খায়
বাইলজির চর্চা খুঁজে পায় না সম্ভাবনার জানালা
প্রার্থনার ভাষা এখন অচল
চতুর্দিকে কান্নার উৎসব
জীবন-মৃত্যুর টানাপোড়নে বাড়ছে দুঃখ
অতঃপর অজানা থাকে আয়ুর অবশিষ্ট উৎসব।

ইফতেখার হালিম

জন্ম ১৯৬২ সালের ১৭ ফেব্রুয়ারি।

পৈতৃক নিবাস ময়মনসিংহের ঈশ^রগঞ্জ উপজেলার বৃ-কাঠালিয়া গ্রামে

ইফতেখার হালিম নামে কবি পরিচিতি পেলেও তাঁর প্রকৃত নাম মোঃ আবদুল হালিম

রেলভবন, ঢাকায় কর্মরত

প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৬টি (শিশুতোষ ৬টি)

About S M Tuhin

দেখে আসুন

কবিতা : রনি অধিকারী

কবিতা রনি অধিকারী ১ নারীর নাম নদী এই পথ মিশে যায় নদী জল অথৈ সমুদ্দুর …

একটি কমেন্ট আছে

  1. clomid for men side effects But completed clinical studies show promise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *